TRENDING:

পুলিশকে চড় মারার অভিযোগে ধৃত বাসচালক

Last Updated:

পুলিশকে মারধরের অভিযোগে ধৃত বাসচালক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুলিশকে মারধরের অভিযোগে ধৃত বাসচালক।  দুটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষি চলতে থাকলে, নিউটাউনে একটি বাস আটকায় পুলিশ। কিন্তু, বাস থেকে নেমে ১ পুলিশকর্মীকে চড় মারেন বাসচালক। এখানেই শেষ নয়, ২ সিভিক ভলান্টিয়ারকে মারেন ধাক্কাও ! চলতে থাকে অকথ্য গালিগালাজ।
advertisement

আরও পড়ুন-পেনশন নিয়ে সুখবর শোনাল মমতা সরকার, পঞ্চায়েত ভোটের আগেই নয়া ব্যবস্থা

বাসের কন্ডাকটর রামরূপ বটব্যাল জানান, '' ড্রাইভার রং সাইডে বাস চালাচ্ছিলেন না, কোনও রেষারেষিও করেননি। তিনি হাডকো মোড়ে, 'নো পার্কিং' এলাকায় যাত্রী নামিয়েছিলেন। তখনই সার্জেন এসে ড্রাইভারের থেকে লাইসেন্স চান। উনি বলেন, 'স্যর আমি কী অন্যায় করেছি?' যখন ওঁরা কথা বলছিলেন, বাসের অন্যান্য যাত্রী, কিছু রাস্তার পাবলিকও মাঝখান থেকে ওদের কথাবার্তার মধ্যে ঢুকে যায়। ওদের নাক গলানোয় ঝামেলা আরও বেড়ে যায়।''

advertisement

আরও পড়ুন-এগিয়ে বাংলা: ভূগর্ভস্থ বিদ্যুতায়নে জোর রাজ্য সরকারের, লোডশেডিংয়ের হার কমেছে রাজ্যে

বাসচালক ১ পুলিশকর্মীকে চড় মারেন, এই অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেন, '' ধ্বস্তাধস্তি হয় ঠিকই, কিন্তু ড্রাইভার পুলিশের গায়ে হাত তোলেননি! অত ভিড়ের মধ্যে লোকের নড়াচরায় পুলিশের গায়ে ধাক্কা লাগতে পারে!''

advertisement

অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে বারাসত আদালতে পেশ করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আরও পড়ুন- বাগুইআটি ডাকাতি কাণ্ডের কিনারা, ধৃত ফেসবুকবন্ধু-সহ ৩

বাংলা খবর/ খবর/কলকাতা/
পুলিশকে চড় মারার অভিযোগে ধৃত বাসচালক