আরও পড়ুন-পেনশন নিয়ে সুখবর শোনাল মমতা সরকার, পঞ্চায়েত ভোটের আগেই নয়া ব্যবস্থা
বাসের কন্ডাকটর রামরূপ বটব্যাল জানান, '' ড্রাইভার রং সাইডে বাস চালাচ্ছিলেন না, কোনও রেষারেষিও করেননি। তিনি হাডকো মোড়ে, 'নো পার্কিং' এলাকায় যাত্রী নামিয়েছিলেন। তখনই সার্জেন এসে ড্রাইভারের থেকে লাইসেন্স চান। উনি বলেন, 'স্যর আমি কী অন্যায় করেছি?' যখন ওঁরা কথা বলছিলেন, বাসের অন্যান্য যাত্রী, কিছু রাস্তার পাবলিকও মাঝখান থেকে ওদের কথাবার্তার মধ্যে ঢুকে যায়। ওদের নাক গলানোয় ঝামেলা আরও বেড়ে যায়।''
advertisement
আরও পড়ুন-এগিয়ে বাংলা: ভূগর্ভস্থ বিদ্যুতায়নে জোর রাজ্য সরকারের, লোডশেডিংয়ের হার কমেছে রাজ্যে
বাসচালক ১ পুলিশকর্মীকে চড় মারেন, এই অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেন, '' ধ্বস্তাধস্তি হয় ঠিকই, কিন্তু ড্রাইভার পুলিশের গায়ে হাত তোলেননি! অত ভিড়ের মধ্যে লোকের নড়াচরায় পুলিশের গায়ে ধাক্কা লাগতে পারে!''
অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে বারাসত আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন- বাগুইআটি ডাকাতি কাণ্ডের কিনারা, ধৃত ফেসবুকবন্ধু-সহ ৩