বৃহস্পতিবার ৬৫তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিতে বুধবার সন্ধেতেই রিহার্সালের জন্য দুই মেয়ে জাহ্নবী ও খুশিকে নিয়ে দিল্লি পৌঁছে যান বনি। সংবাদ মাধ্যমকে বনি জানান, "শ্রীদেবী আজ থাকলে খুব খুশী হতো। আজ খুবই গর্বের দিন আমাদের কাছে। আমরা খুব খুশি। আজ ওর কাজ যোগ্য স্বীকৃতি পেল।"
আরও পড়ুন: জাতীয় পুরস্কার কোন মন্ত্রীর হাত থেকে নয়, প্রতিবাদে শিল্পীরা
advertisement
কেরিয়ারের শেষ ছবি 'মম'-এর জন্য মরণোত্তর সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাচ্ছেন শ্রীদেবী। দীর্ঘ ৫০ বছরের কেরিয়ারে 'মম' তাঁর ৩০০তম ছবি।
Location :
First Published :
May 03, 2018 4:59 PM IST
