আরও পড়ুন: এনডিএ-তে বড় ভাঙন, মন্ত্রিত্ব ছাড়লেন কুশওয়াহা, হুমকি দিচ্ছে অগপ-ও
অন্যদিকে রাস্তায় বিজেপিকর্মীর দেহ রেখে অবরোধ শুরু করেন। আসানসোল হাসপাতালের সামনে অবরোধ। বিজেপিকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। পুলিশকে মারধরেও অভিযুক্ত বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র্যাফ। আসানসোল হাসপাতালে ময়নাতদন্ত হয়। নিহত কর্মীর দেহ নিয়ে মিছিলের ভাবনা। পুলিশ রুট বেঁধে দিলে বচসা, অবরোধ।
advertisement
আরও পড়ুন: মধ্যমণি মমতা, আজ এক টেবিলে সব বিরোধী-পক্ষ
Location :
First Published :
December 10, 2018 3:05 PM IST