TRENDING:

Birbhum News: পৌষমেলার জন্য পথে নেমে লড়াই করতে তৈরি, জানালেন সাংসদ সুকান্ত মজুমদার

Last Updated:

৭ পৌষ, পৌষ উৎসবের মধ্য দিয়ে প্রতিবছর শান্তিনিকেতনের পূর্বপল্লীতে আয়োজিত হয়ে থাকে পৌষ মেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: ৭ পৌষ, পৌষ উৎসবের মধ্য দিয়ে প্রতিবছর শান্তিনিকেতনের পূর্বপল্লীতে আয়োজিত হয়ে থাকে পৌষ মেলা। বিশ্বভারতী কর্তৃপক্ষের সহযোগিতায় শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। এই মেলায় দেশ-বিদেশের বহু মানুষের আগমন দেখা যায়, পাশাপাশি এই মেলার উপর নির্ভর করে স্থানীয় শিল্পী থেকে ব্যবসায়ীদের রুজি রোজগার। তবে গত দু'বছর করোনা অতিমারির জন্য পৌষ মেলার আয়োজন করা সম্ভব হয়নি পূর্বপল্লীর মাঠে।
advertisement

কিন্তু এই বছর পৌষ মেলার আয়োজন নিয়ে প্রত্যেকের মধ্যে আশা থাকলেও এখনো পর্যন্ত সঠিকভাবেই জানা যায়নি, আদৌ পূর্বপল্লীর মাঠে পৌষ মেলার আয়োজন হবে কিনা! কারণ শনিবার রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হলেও সেই বৈঠকে উপস্থিত থাকেননি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। যদিও বীরভূম জেলাশাসক বিধান রায় এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আশ্বাস দিয়েছেন বিকল্প মাঠে পৌষ মেলার আয়োজন হবে।

advertisement

পূর্বপল্লীর মাঠে পৌষ মেলার আয়োজন না হলে পৌষ মেলার সেই ঐতিহ্য থাকে না এমন দাবি আগেই করেছেন ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর। এসবের পরিপ্রেক্ষিতে রবিবার বোলপুরে সুকান্ত মজুমদার এলে পৌষ মেলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, পৌষ মেলার জন্য পথে নেমে লড়াই করতে তৈরি তারা।

advertisement

আরও পড়ুন: বালির জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, চূর্ণবিচূর্ণ গাড়ি, আহত ৮

এই মেলা নিয়ে প্রশ্ন উঠলে সুকান্ত মজুমদার জানান, \"আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। বিশ্ববিদ্যালয় স্বশাসিত সংস্থা, আমরা এখানে হস্তক্ষেপ করি না। আমরা পছন্দও করি না। আমরা আমাদের বক্তব্য রাখতে চাই, কোভিড পরিস্থিতির কারণে দুবছর পৌষ মেলা বন্ধ ছিল। আমরা চাই পৌষ মেলা আগের মত হোক, আগের বহরে হোক, আগের জায়গায় হোক।

advertisement

আরও পড়ুন: Mithun at Birbhum News: রাজনৈতিক সভায় ফাটাকেষ্টর ভূমিকায় মিঠুন, আর্থিক সাহায্যের আশ্বাস পড়ুয়াকে

রবীন্দ্রনাথ ঠাকুর এই পৌষ মেলা করে গিয়েছিলেন স্থানীয় শিল্পীদের আর্থিক অবস্থা যাতে ভালো হয় তারা যেন বিক্রি বাটা করতে পারেন। আমরা পৌষ মেলার পক্ষে আছি। আমরা বোলপুরবাসীদের সঙ্গে আছি। পৌষ মেলার জন্য তাদের সঙ্গে নেমে আমরা লড়াই করতে রাজি।\"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: পৌষমেলার জন্য পথে নেমে লড়াই করতে তৈরি, জানালেন সাংসদ সুকান্ত মজুমদার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল