TRENDING:

Vande Bharat Express|| বন্দে ভারতে বোলপুর থেকে এনজেপি যেতে ৩৮০ টাকা ছাড়! এই পদ্ধতিতে টিকিট কাটুন

Last Updated:

Vande Bharat Express ticket price 380 Rupees off: আইআরসিটিসি বন্দে ভারত ট্রেনে যাত্রীদের ৩৮০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। যদি টিকিট বুকিং করার সময় একটি অপশনটি বেছে নেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: রেল পরিষেবার ওপর নির্ভর করে প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। যে কারণে রেল পরিষেবাকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। গণপরিবহনের এই মেরুদন্ডে দেশে বিভিন্ন রুটে নানা ধরনের ট্রেন চললেও এখন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হল বন্দে ভারত এক্সপ্রেস। কেন না এই ট্রেনটি এখন সব জায়গায় উপলব্ধ না হওয়া এবং তার ফিচার মানুষকে প্রতিনিয়ত আকর্ষণের কেন্দ্রবিন্দু গড়ে তুলছে।
advertisement

তবে প্রিমিয়াম এই ট্রেনে ভাড়া সাধারণ ট্রেনের তুলনায় কয়েক গুণ বেশি। যে কারণে শখ থাকলেও সবাই এই ট্রেনে চড়ে নিজেদের শখ পূরণ করতে পারছেন না। সম্প্রতি পশ্চিমবঙ্গে প্রথম চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া সপ্তাহে ছয় দিন যাতায়াত করছে। এই ট্রেনটি বোলপুর শান্তিনিকেতন রেলস্টেশনে স্টপেজও দিচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে জেলার অনেক বাসিন্দাদের শখ রয়েছে অন্ততপক্ষে একবার ট্রেনটিতে চড়ার।

advertisement

আরও পড়ুনঃ 'প্লেনের চেয়ে কোনও অংশে কম নয়', বন্দে ভারত নিয়ে উদ্দীপনায় ফুটছে বাংলা

ট্রেনটিতে চড়ার ক্ষেত্রে যাত্রীরা বিভিন্ন দিকে অফার খুঁজে বেড়াচ্ছেন যাতে কিছুটা হলেও কম ভাড়ায় তাতে চড়া যায়। কিন্তু সেই সকল অফার খোঁজার কোন প্রয়োজন নেই। এমনিতেই আইআরসিটিসি এই ট্রেনে যাত্রীদের ৩৮০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। যদি টিকিট বুকিং করার সময় একটি অপশনটি বেছে নেওয়া হয়।বোলপুর শান্তিনিকেতন রেলস্টেশন থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সিসি ভাড়া হল ১,৩১০ টাকা। আবার একই ট্রেনে ইসি ভাড়া হল ্‌৩০৫ টাকা।

advertisement

View More

আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করার সময় যদি কোন যাত্রী খাবারের অপশনের জায়গায় 'No Food' বেছে নেন তাহলে সিসি ভাড়া পড়বে ৯৯০.৭৫ টাকা। ভাড়া কম পড়ছে ৩২০ টাকা। একইভাবে ইসি টিকিট বুকিং করার সময় 'No Food' অপশন বেছে নিলে ভাড়া পড়বে ১৯২৫.৪০ টাকা। সেক্ষেত্রে ভাড়া কম পড়ছে ৩৭৯.৬০ টাকা। এই ছাড়ের উপায় আমরা বলছি না বলছে খোদ আইআরসিটিসি ওয়েবসাইট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Vande Bharat Express|| বন্দে ভারতে বোলপুর থেকে এনজেপি যেতে ৩৮০ টাকা ছাড়! এই পদ্ধতিতে টিকিট কাটুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল