তবে প্রিমিয়াম এই ট্রেনে ভাড়া সাধারণ ট্রেনের তুলনায় কয়েক গুণ বেশি। যে কারণে শখ থাকলেও সবাই এই ট্রেনে চড়ে নিজেদের শখ পূরণ করতে পারছেন না। সম্প্রতি পশ্চিমবঙ্গে প্রথম চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া সপ্তাহে ছয় দিন যাতায়াত করছে। এই ট্রেনটি বোলপুর শান্তিনিকেতন রেলস্টেশনে স্টপেজও দিচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে জেলার অনেক বাসিন্দাদের শখ রয়েছে অন্ততপক্ষে একবার ট্রেনটিতে চড়ার।
advertisement
আরও পড়ুনঃ 'প্লেনের চেয়ে কোনও অংশে কম নয়', বন্দে ভারত নিয়ে উদ্দীপনায় ফুটছে বাংলা
ট্রেনটিতে চড়ার ক্ষেত্রে যাত্রীরা বিভিন্ন দিকে অফার খুঁজে বেড়াচ্ছেন যাতে কিছুটা হলেও কম ভাড়ায় তাতে চড়া যায়। কিন্তু সেই সকল অফার খোঁজার কোন প্রয়োজন নেই। এমনিতেই আইআরসিটিসি এই ট্রেনে যাত্রীদের ৩৮০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। যদি টিকিট বুকিং করার সময় একটি অপশনটি বেছে নেওয়া হয়।বোলপুর শান্তিনিকেতন রেলস্টেশন থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সিসি ভাড়া হল ১,৩১০ টাকা। আবার একই ট্রেনে ইসি ভাড়া হল ্৩০৫ টাকা।
আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করার সময় যদি কোন যাত্রী খাবারের অপশনের জায়গায় 'No Food' বেছে নেন তাহলে সিসি ভাড়া পড়বে ৯৯০.৭৫ টাকা। ভাড়া কম পড়ছে ৩২০ টাকা। একইভাবে ইসি টিকিট বুকিং করার সময় 'No Food' অপশন বেছে নিলে ভাড়া পড়বে ১৯২৫.৪০ টাকা। সেক্ষেত্রে ভাড়া কম পড়ছে ৩৭৯.৬০ টাকা। এই ছাড়ের উপায় আমরা বলছি না বলছে খোদ আইআরসিটিসি ওয়েবসাইট।
Madhab Das