স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে একটি ধান কাটা মেশিনের পাশে ১১ হাজার ভোল্টের তারের সঙ্গে এক শ্রমিকের দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা৷ অন্য আরেক শ্রমিকেরও একইভাবে মৃত্যু হয়। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা জানান, ধান কাটার জন্য মেশিন নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু বিদ্যুৎবাহী তার এতটা নিচে নেমে এসেছে যে তা হঠাৎই মেশিনের সঙ্গে ঠেকে যায়। আর তাতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। গ্রামবাসীদের অভিযোগ বিদ্যুৎ দফতরের গাফিলতিতেই তরতাজা দুটো প্রাণ চলে গেল।
advertisement
আরও পড়ুন: গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঘোড় দৌড়ের দেখা মিলল জয়নগরে
যদিও তার ঝুলে থাকার অভিযোগ অস্বীকার করেছেন রাজ্য বিদ্যুৎ পর্ষদের এক আধিকারিক। তিনি বলেন, তার ঝুলে ছিল না৷ তবে রাস্তা উঁচু হওয়ায় সমস্যা হয়েছে কি না তা তদন্ত করে দেখতে হবে। পূর্ণাঙ্গ তদন্তের আগে কিছুই বলা সম্ভব নয় বলে তিনি জানান।
তবে এই প্রথম নয়, বীরভূমে এর আগেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় খোদ বিদ্যুৎ দফতরের গাফিলতি নিয়ে সরব হয়েছিল এলাকার মানুষ। গত বছর দুর্গা পুজোর ঠিক আগে সিউড়ি বাস স্ট্যান্ড এলাকায় ট্রান্সফর্মারে কাজ করার সময় এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে কাজ করার সময় কীভাবে শর্টসার্কিট হল সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও তার কোন সঠিক জবাব পাওয়া যায়নি। ফের জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
শুভদীপ পাল