অন্যদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার পর দুবরাজপুর পৌরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল এবং রামপুরহাট পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করছেন তৃণমূল প্রার্থীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এবং প্রতিদ্বন্দ্বীতা, এই দুইয়ের পরিপ্রেক্ষিতে বীরভূম জেলায় বিচিত্র চিত্র লক্ষ্য করা গেল। একদিকে জয়ী প্রার্থীরা বিজয়ী মিছিল করে নিজেদের জয়ের সেলিব্রেশন করছেন, আর অন্যদিকে যে সকল ওয়ার্ডে প্রতিদ্বন্দিতা হচ্ছে সেই সকল ওয়ার্ডের শাসক দলের প্রার্থীরা দিনরাত এক করে প্রচার করছেন।
advertisement
Location :
First Published :
Feb 17, 2022 7:34 PM IST