অভিযান চালিয়ে কাঁকরতলা থানার পুলিশ সাহাপুর থেকে এই পাঁচটি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করে। সেইসঙ্গে বাইক চুরি চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে সোমবার দুবরাজপুর আদালতে পেশ করা হয়। আদালত ধৃতর তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল! তা দেখে ভয়ে কাঁটা সকলে, দেখুন সেই ভিডিও
advertisement
গোপন সূত্রে খবর পেয়ে কাঁকরতলা থানার পুলিশ সাহাপুরের শেখ ইনসানের বাড়িতে হানা দেয়। সেখানেই পুলিশ দেখে পাঁচটি চুরি যাওয়া বাইক সার দিয়ে সাজিয়ে রাখা আছে। সঙ্গে সঙ্গে ওই পাঁচটি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। এই চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক শেখ ইনসানকে গ্রেফতার করে তারা। এই ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বাইক চুরি চক্রের গোড়ায় পৌঁছনোর চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনার সঙ্গে বড় কোনও মাথা যুক্ত আছে কিনা। এমনকি পাশের ঝাড়খণ্ড, বিহারের মত আন্তঃ রাজ্য পাচার চক্রের সঙ্গে এই বাইক চুরির যোগ থাকতে পারে বলেও সন্দেহ করছেন পুলিশ আধিকারিকরা তাই সেই বিষয়টাও তদন্ত করে দেখা হচ্ছে।
মাধব দাস