TRENDING:

Satabdi Roy: বেঙ্গালুরুতে মহাজোট, বোলপুরে বিরাট বিতর্ক উস্কে দিলেন শতাব্দী! মানবে বাকিরা?

Last Updated:

বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের বৈঠকের পর স্বভাবতই এখন সবথেকে বড় প্রশ্ন, বিরোধী জোট হলে কে হবেন প্রধানমন্ত্রীর মুখ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর: কংগ্রেস প্রধানমন্ত্রী পদের জন্য আগ্রহী নয়, এ দিন বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের বৈঠকের পর এমনই দাবি করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতির এই মন্তব্যের পরই বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের দাবি, কংগ্রেস প্রধানমন্ত্রীর দৌড়ে না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রধানমন্ত্রীর মুখ৷
মমতাকেই প্রধানমন্ত্রী দেখছেন শতাব্দী৷
মমতাকেই প্রধানমন্ত্রী দেখছেন শতাব্দী৷
advertisement

বেঙ্গালুরুর বৈঠকে বিরোধী জোটের নাম স্থির হয়েছে ইন্ডিয়া৷ সেই নামও আবার মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রস্তাব করা৷ বৈঠক শেষে স্বভাবতই সাংবাদিকরা কংগ্রেস সভাপতি খাড়গেকে প্রশ্ন করেছিলেন, বিরোধী জোটের নেতৃত্ব কে দেবেন? যদিও সেই প্রশ্নের সরাসরি জবাব দেননি কংগ্রেস সভাপতি৷ দাবি করেছেন, বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় গড়ার জন্য আলাদা কমিটি তৈরি করা হবে৷ তার পরেই স্থির হবে জোটের রূপরেখা৷ পাশাপাশি, কংগ্রেস সভাপতি দাবি করেছেন, প্রধানমন্ত্রী পদের জন্য কংগ্রেস মরিয়া নয় বলেও বৈঠকে কংগ্রেস সভাপতি দাবি করেছেন বলে সূত্রের খবর৷

advertisement

কংগ্রেস সভাপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই প্রশ্ন করা হলে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, “তাহলে নিশ্চিত ভাবেই প্রধানমন্ত্রীর মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো চাইবই বাঙালি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হোক। আগে কোনও বাঙালি প্রধানমন্ত্রী হননি।”

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের বৈঠকের পর স্বভাবতই এখন সবথেকে বড় প্রশ্ন, বিরোধী জোট হলে কে হবেন প্রধানমন্ত্রীর মুখ৷ অথবা বিরোধীরা ২০২৪-এ লোকসভা নির্বাচনে বিজেপি-কে পরাজিত করতে পারলে শেষ পর্যন্ত এত দলের মধ্যে কোনও একজনকে প্রধানমন্ত্রী হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া কি সহজ হবে? কংগ্রেস সভাপতি এ দিন যে দাবি করেছেন, অতীতে সেই একই কথা শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও৷ অর্থাৎ তৃণমূলনেত্রীও একাধিকবার দাবি করেছেন, প্রধানমন্ত্রী পদের জন্য তিনিও লালায়িত নন৷ বেঙ্গালুরুর পর মুম্বাইয়ের বৈঠকে এই প্রশ্নের উত্তর মেলে কি না, সেটাই এখন দেখার৷

advertisement

বাংলা খবর/ খবর/বীরভূম/
Satabdi Roy: বেঙ্গালুরুতে মহাজোট, বোলপুরে বিরাট বিতর্ক উস্কে দিলেন শতাব্দী! মানবে বাকিরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল