আরও পড়ুন: জেলাশাসকের কড়া বার্তা! নড়েচড়ে বসল হোটেল কর্তৃপক্ষ, পরিষ্কার করা হল দ্বারকা নদীর ঘাট
সিদ্ধার্থ রায়ের বাবা মিহির রায় এক বছর আগে প্রয়াত হন। তিনি কর্ম জীবনের সমস্ত অর্থ দিয়ে তিলে তিলে গড়ে তুলছিলেন একটি আশ্রম। এই আশ্রমের মাধ্যমে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন মিহিরবাবু। কিন্তু আশ্রম তৈরির প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তিনি মারা যান। তাঁর শেষ ইচ্ছে ছিল, ছেলে যেন অসম্পূর্ণ আশ্রমটি সম্পূর্ণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। জন্মাষ্টমীর পুণ্য তিথিতে বাবার সেই শেষ ইচ্ছে পূরণ করলেন ছেলে সিদ্ধার্থ।
advertisement
তারাপীঠ মন্দির থেকে কিছুটা দূরে অবস্থিত জয়সিংহপুর মাঠে ‘মানব কল্যাণ গীতা আশ্রম’-এর শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার। সেখানে প্রয়াত মিহির রায়ের মূর্তি স্থাপন করা হয়েছে। সেই মূর্তিতে মাল্যদান করেন পরিবারের সকলে। সিদ্ধার্থ রায় জানান, আগামী দিনে এই আশ্রমের মধ্য দিয়ে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন তিনি। বাবার প্রতি ছেলের এই শ্রদ্ধা এবং ভালবাসাকে কুর্নিশ জানিয়েছে তারাপীঠের মানুষজন।
সৌভিক রায়