বীরভূমের দুবরাজপুরের রাজরাজেশ্বরীর পুজো করা হয় দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় গোশালা প্রাঙ্গণে। দেবী দুর্গার মতো রাজরাজেশ্বরীর দশ হাত না থাকলেও রয়েছে চার হাত। চার হাতে রয়েছে অস্ত্র এবং রাজরাজেশ্বরী দেবী পদ্মাসনে অবস্থান করেন। এখানে যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে মহাদেব দেবী দুর্গার পদতলে অবস্থান করেন। মূর্তির ক্ষেত্রে দেবী দুর্গার সঙ্গে ভিন্নতা থাকলেও পুজোর ক্ষেত্রে দুর্গাপুজোর মতোই পুজো করা হয়।
advertisement
আরও পড়ুনঃ বাস টার্মিনাসে পড়ে দেহ! কীভাবে মৃত্যু পরিচিত মুখ শঙ্করের? ঘনাচ্ছে রহস্য
রাজরাজেশ্বরী দেবীর পুজো শুরু হয় সরস্বতী পুজোর পর মাকুড়ি সপ্তমীর দিন থেকে। সোমবার এই পুজোর মহানবমী। মহানবমী পূজো উপলক্ষে সকাল থেকেই শুরু হয়েছে হোম যজ্ঞ এবং পুজো শেষে ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়ে থাকে। এ ছাড়াও রাজরাজেশ্বরী পুজোকে ঘিরে নাম সংকীর্তন-সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দেবী দুর্গার আরেক রূপ রাজরাজেশ্বরীর পুজো বীরভূমের আর কোথাও হয় কিনা জানা নেই। তবে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় গোশালায় সেই রাজ আমলের সময় থেকেই এই পুজো হয়ে আসছে। পুজোকে ঘিরে প্রতিবছর ভক্তদের আগমন হয় এবং সেই ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেন।
Madhab Das