অন্যদিকে, আগামীকাল ভোট গ্রহণকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত শ্রী শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ এবং বোলপুরের বোলপুর উচ্চ বিদ্যালয় থেকে বিতরণ করা হচ্ছে ইভিএম। রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় এই সকল ইভিএম তুলে দেওয়া হচ্ছে ভোট কর্মীদের হাতে। এছাড়াও বর্তমান করোনাকালে যাতে কোভিড বিধি মানার ক্ষেত্রে কোনো রকম অসঙ্গতি না থাকে তার জন্য ভোট কর্মীদের হাতে ইভিএম তুলে দেওয়ার পাশাপাশি তুলে দেওয়া হচ্ছে ফেস মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস সহ অন্যান্য সরঞ্জাম। এদিন বোলপুর উচ্চ বিদ্যালয় থেকে বোলপুর পৌরসভার ৭২টি বুথের জন্য সরঞ্জাম পাঠানো হয়। পাশাপাশি সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ থেকে সিউড়ি পৌরসভা, সাঁইথিয়া পৌরসভা এবং দুবরাজপুর পৌরসভার যেসকল ওয়ার্ডে ভোটগ্রহণ হবে সেই সকল ওয়ার্ডের জন্য সরঞ্জাম পাঠানো হয়। ভোট কর্মীদের তরফ থেকে জানানো হয়েছে, "নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সকাল থেকে আমরা ভোটের সরঞ্জাম সংগ্রহ করছি। এরপর সেগুলি মিলিয়ে আমরা ভোট কেন্দ্রের দিকে এগিয়ে যাব।"
advertisement