TRENDING:

Birbhum News- আগামীকাল ভোটযুদ্ধ, তার আগে সেজে উঠছে রণক্ষেত্র

Last Updated:

রাত পোহালেই রাজ্যের অন্যান্য জেলার পৌরসভা নির্বাচনের পাশাপাশি বীরভূমের পাঁচটি পৌরসভায় রয়েছে পৌর নির্বাচন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : রাত পোহালেই রাজ্যের অন্যান্য জেলার পৌরসভা নির্বাচনের পাশাপাশি বীরভূমের পাঁচটি পৌরসভায় রয়েছে পৌর নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো। শনিবার সকাল থেকেই বীরভূমের সিউড়ি এবং দুবরাজপুর পৌরসভা লাগোয়া বিভিন্ন জায়গায় সিউড়ি থানা এবং দুবরাজপুর থানার পক্ষ থেকে শুরু করা হয়েছে নাকা চেকিং। এছাড়াও এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে তার জন্য দিন কয়েক আগে থেকেই দুবরাজপুর থানার পুলিশ বিভিন্ন এলাকায় শুরু করেছে রুটমার্চ। ভোটযুদ্ধের আগে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হচ্ছে রণক্ষেত্র।
advertisement

অন্যদিকে, আগামীকাল ভোট গ্রহণকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত শ্রী শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ এবং বোলপুরের বোলপুর উচ্চ বিদ্যালয় থেকে বিতরণ করা হচ্ছে ইভিএম। রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় এই সকল ইভিএম তুলে দেওয়া হচ্ছে ভোট কর্মীদের হাতে। এছাড়াও বর্তমান করোনাকালে যাতে কোভিড বিধি মানার ক্ষেত্রে কোনো রকম অসঙ্গতি না থাকে তার জন্য ভোট কর্মীদের হাতে ইভিএম তুলে দেওয়ার পাশাপাশি তুলে দেওয়া হচ্ছে ফেস মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস সহ অন্যান্য সরঞ্জাম। এদিন বোলপুর উচ্চ বিদ্যালয় থেকে বোলপুর পৌরসভার ৭২টি বুথের জন্য সরঞ্জাম পাঠানো হয়। পাশাপাশি সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ থেকে সিউড়ি পৌরসভা, সাঁইথিয়া পৌরসভা এবং দুবরাজপুর পৌরসভার যেসকল ওয়ার্ডে ভোটগ্রহণ হবে সেই সকল ওয়ার্ডের জন্য সরঞ্জাম পাঠানো হয়। ভোট কর্মীদের তরফ থেকে জানানো হয়েছে, "নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সকাল থেকে আমরা ভোটের সরঞ্জাম সংগ্রহ করছি। এরপর সেগুলি মিলিয়ে আমরা ভোট কেন্দ্রের দিকে এগিয়ে যাব।"

advertisement

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News- আগামীকাল ভোটযুদ্ধ, তার আগে সেজে উঠছে রণক্ষেত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল