গ্রামবাসীদের অভিযোগ, ওই এলাকায় গত চার বছর ধরে পানীয় জলের কোনও ব্যাবস্থা নেই। পঞ্চায়েত, ব্লক প্রশাসন সর্বত্র জানিয়েও কোনও লাভ হয়নি। গ্রামে দুটি টিউবওয়েল আছে। সেগুলির উপর নির্ভর করে বীরভূমের এই গ্রামের ৯০ টি পরিবার। কিন্তু জলস্তর নেমে যাওয়ায় টিউবওয়েল দুটি থেকে আর জল পাওয়া যায় না। এক বালতি জল ভরতে প্রায় আধঘণ্টা সময় লাগছে। গ্রামবাসীদের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য অন্যত্র পাইপ লাইন বসানো হয়েছে। কিন্তু এখানে সেই কাজটাও হয়নি হয়নি। এই অবস্থায় গ্রামের বাসিন্দা পাপু মণ্ডল তাঁর নিজের সাবমার্সিবল পাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে জল দিয়ে গ্রামবাসীদের তৃষ্ণা নিবারণ করছেন।
advertisement
আরও পড়ুন: এতদিন কান দেয়নি কেউ, অবশেষে পথশ্রী প্রকল্পে শুরু হল রাস্তার কাজ
গ্রামবাসীদের থেকে জানা গেল, পাপু মণ্ডল দিনে ২-৩ বার করে জল দেওয়ার ব্যবস্থা করেছেন। এর ফলে কার্যত গ্রামের মানুষের কাছে দেবতুল্য হয়ে উঠেছেন পাপু। কারণ তিনি সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে এই মানুষগুলোর কী হত কে জানে!
শুভদীপ পাল