TRENDING:

Birbhum: বেতন পাচ্ছেন না খোদ শ্রম দফতরের অস্থায়ী কর্মীদের একাংশ

Last Updated:

বহুল প্রচলিত একটি প্রবাদ হল 'প্রদীপের তলায় অন্ধকার'। অর্থাৎ যে প্রদীপ চারদিক আলোকিত করে সেই প্রদীপের তলা থাকে অন্ধকারে ভরা। এই প্রবাদের বাস্তবায়ন এবার দেখা গেল বোলপুরের শ্রম দফতরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম : বহুল প্রচলিত একটি প্রবাদ হল 'প্রদীপের তলায় অন্ধকার'। অর্থাৎ যে প্রদীপ চারদিক আলোকিত করে সেই প্রদীপের তলা থাকে অন্ধকারে ভরা। এই প্রবাদের বাস্তবায়ন এবার দেখা গেল বোলপুরের শ্রম দফতরে। যেখানে খোদ শ্রম দফতরের বেশ কয়েকজন অস্থায়ী কর্মী বেতন থেকে বঞ্চিত। শ্রমিকরা সাধারণত নিজেদের বেতন থেকে বঞ্চিত হলে এই শ্রম দফতরের দ্বারস্থ হন। অথচ সেই দফতরের কর্মীরাই বেতন পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। বোলপুরের এই শ্রম দফতরের বেশ কয়েকজন কর্মীর কর্মী গত আট মাস ধরে নিজেদের বেতন থেকে বঞ্চিত রয়েছেন এবং তারা এখনো পর্যন্ত বিনা বেতনেই কাজ করে চলেছেন। বেতন থেকে বঞ্চিত হওয়া কর্মীদের মধ্যে কেউ নিরাপত্তারক্ষীর কাজে নিযুক্ত আবার কেউ কেরানির কাজে নিযুক্ত। তাদের এটাও অভিযোগ, এই বেতন না পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা একাধিকবার দফতরের কর্তাদের জানিয়েছেন। তবে কোনো ফলাফল পাওয়া যায়নি। বোলপুরের এই শ্রম দফতর গত বছর সেপ্টেম্বর মাসের ১ তারিখ উদ্বোধন হয়। ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

বোলপুরের পারুলডাঙ্গার এই অফিসটি উদ্বোধন করার পাশাপাশি শ্রম দফতরের অতিথিদের জন্য একটি অতিথি নিবাসেরও উদ্বোধন হয়। এই অফিসটি হল বীরভূম জেলার শ্রম দফতরের প্রধান কার্যালয়। অফিসটি উদ্বোধন হওয়ার পর এখানে বিভিন্ন অস্থায়ী পদে নিযুক্ত হন মোট ছয় জন অস্থায়ী কর্মী।

আরও পড়ুনঃ পথ কুকুরের আতঙ্ক সিউড়িতে, কামড়ে আহত পাঁচ

advertisement

কিন্তু তাদের কাজ এত মাস পার হতে গেলেও এখনো পর্যন্ত তারা বেতনের মুখ দেখেননি। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার কারণে স্বাভাবিকভাবেই তারা নিদারুণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

View More

আরও পড়ুনঃ বিধ্বংসী আগুন! মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই ডাক্তারি পড়ুয়ার যাবতীয় নথিপত্র!

তাদের এক কর্মীর থেকে জানা গিয়েছে, পিএফ সহ অন্যান্য খাতের টাকা কেটে মাসে সাড়ে ১০ থেকে ১১ হাজার টাকা পাওয়ার কথা। যদিও এর পরিপ্রেক্ষিতে এই দফতরের আধিকারিক শুভজিৎ মুখার্জি জানিয়েছেন, \"যারা বেতন পাচ্ছেন না তারা যদি অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনের কাছে অভিযোগ করেন তাহলে আমরা বিষয়টি দেখবো।\"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে থমকে দাঁড়াচ্ছেন পর্যটকরা! আচমকা আবার হলটা কী? কাতারে কাতারে মানুষ ছুটছে
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: বেতন পাচ্ছেন না খোদ শ্রম দফতরের অস্থায়ী কর্মীদের একাংশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল