বোলপুরের পারুলডাঙ্গার এই অফিসটি উদ্বোধন করার পাশাপাশি শ্রম দফতরের অতিথিদের জন্য একটি অতিথি নিবাসেরও উদ্বোধন হয়। এই অফিসটি হল বীরভূম জেলার শ্রম দফতরের প্রধান কার্যালয়। অফিসটি উদ্বোধন হওয়ার পর এখানে বিভিন্ন অস্থায়ী পদে নিযুক্ত হন মোট ছয় জন অস্থায়ী কর্মী।
আরও পড়ুনঃ পথ কুকুরের আতঙ্ক সিউড়িতে, কামড়ে আহত পাঁচ
advertisement
কিন্তু তাদের কাজ এত মাস পার হতে গেলেও এখনো পর্যন্ত তারা বেতনের মুখ দেখেননি। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার কারণে স্বাভাবিকভাবেই তারা নিদারুণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
আরও পড়ুনঃ বিধ্বংসী আগুন! মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই ডাক্তারি পড়ুয়ার যাবতীয় নথিপত্র!
তাদের এক কর্মীর থেকে জানা গিয়েছে, পিএফ সহ অন্যান্য খাতের টাকা কেটে মাসে সাড়ে ১০ থেকে ১১ হাজার টাকা পাওয়ার কথা। যদিও এর পরিপ্রেক্ষিতে এই দফতরের আধিকারিক শুভজিৎ মুখার্জি জানিয়েছেন, \"যারা বেতন পাচ্ছেন না তারা যদি অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনের কাছে অভিযোগ করেন তাহলে আমরা বিষয়টি দেখবো।\"
Madhab Das