মাধব দাস, বীরভূম : ডেউচা পাচামিতে কয়লা খনি প্রকল্প শুরু করার জন্য তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। তবে এর পাশাপাশি অনুসারী শিল্প হিসেবে এখানে আরও একাধিক শিল্প গড়ে তোলা হবে বলেই জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। এই সকল শিল্পের মধ্যে রয়েছে বস্ত্র শিল্প। যেখানে তৈরি করা হবে পাঞ্চি পারহাট পোশাক। এই পোশাক মূলত আদিবাসীরা নিত্য অনুষ্ঠান থেকে বিয়ে অথবা অন্যান্য অনুষ্ঠানে ব্যবহার করে থাকেন। কিন্তু বর্তমানে এই পোশাকের ব্যবহার আরও বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে নাকি আদিবাসীরাই প্রশাসনের কাছে এই একটি শিল্প তৈরি করার জন্য আবেদন রেখেছিল। তারই পরিপ্রেক্ষিতে এখানে এই ধরনের পোশাক তৈরি করার কারখানা করা হবে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে এই অনুসারী শিল্প তৈরি করার জন্য ৪০ লক্ষ টাকা বরাদ্দ করা হবে। মহঃবাজার ব্লকের অন্তর্গত প্যাটেলনগর এলাকায় তৈরি হবে এই বস্ত্র কারখানা বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে।