প্রতিবছর এই বক্রেশ্বরে মহা শিবরাত্রি উপলক্ষে অজস্র ভক্তের সমাগম হয়। স্থানীয়রা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে এইদিন ভক্তদের আগমন লক্ষ্য করা যায়। তবে গত দু'বছর ধরে কোভিড পরিস্থিতির কারণে ভক্তদের আগমনের ক্ষেত্রে ভাটা পড়ে ছিল। এবার বিধিনিষেধ শিথিল হওয়ায় মঙ্গলবার সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বক্রেশ্বর ধামে। বক্রেশ্বর মন্দির কমিটির সদস্যদের থেকে জানা গিয়েছে, অন্যান্য বছরের তুলনায় এই বছর ভিড় বাড়বে সেটা আগেই আন্দাজ করা হয়েছিল। তবে আন্দাজের তুলনায় অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ভিড় বাড়লেও যাতে সুষ্ঠুভাবে প্রত্যেক ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারেন এবং পুজো দিতে পারেন তার জন্য দুবরাজপুর থানার পুলিশের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নজরদারি চালানোর জন্য মোতায়েন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম। বক্রেশ্বর সতীপীঠ হিসাবে পরিচিত হলেও এখানে মহাদেব রূপে পূজিত হয়ে থাকেন ঋষি অষ্টবক্র মুনি। এই মহাদেবের মন্দির হিসাবেই এখানকার খ্যাতি সর্বত্র। শিবরাত্রি ছাড়াও বছরের বিভিন্ন সময় এখানে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। শিবরাত্রি এবং শ্রাবণ মাসে ভিন জেলা এমনকি ভিন রাজ্য থেকেও পর্যটক এবং ভক্তরা এখানে এসে থাকেন।
advertisement