TRENDING:

Birbhum News- ডেউচা পাচামি কয়লা শিল্প নিয়ে পক্ষে-বিপক্ষে রাস্তায় আদিবাসীরা, উত্তাল বীরভূম

Last Updated:

একপক্ষ দাবি করছেন, খোলামুখ কয়লা শিল্প আদিবাসীদের জনজীবনে ক্ষতি ডেকে নিয়ে আসবে। আবার অন্য পক্ষ দাবি করছেন, তারা যেকোন প্রকারে হোক এলাকায় শিল্প চান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে রাজ্য সরকারের প্যাকেজ ঘোষণার পর ডেউচা পাচামি কয়লা শিল্প নিয়ে তৎপরতা শুরু করা হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনিকভাবে ডেউচা পাচামি এলাকায় যারা জমি দিতে ইচ্ছুক তাদের সরকারি প্যাকেজ দেওয়ার কাজ শুরু করা হয়েছে। ওই এলাকার বহু পরিবার ইতিমধ্যেই জমি দেওয়ার জন্য সরকারের দ্বারস্থ হয়েছে। তবে এরই মধ্যে শনিবার উত্তপ্ত হয়ে উঠল বীরভূম। বীরভূম এদিন উত্তপ্ত হয়ে উঠেছে মূলত শিল্পের পক্ষে-বিপক্ষে আদিবাসীদের আন্দোলন নিয়ে। আদিবাসীদের একাংশ 'বিদ্বেষের রাজনীতি বিরোধী মঞ্চের' হাত ধরে শান্তিনিকেতন থেকে পদযাত্রা শুরু করেছে ডেউচা পাচামির উদ্দেশ্যে। এই সংগঠন এবং এই সংগঠনের সঙ্গে থাকা আদিবাসীরা শিল্পের বিরোধিতায় পথে নেমেছেন। তারা এদিন শান্তিনিকেতন থেকে পাঁড়ুই, পুরন্দরপুর, সিউড়ি হয়ে মহঃবাজারের ডেউচা পাচামি যাবেন বলে জানা যাচ্ছে।
advertisement

অন্যদিকে এদের এই পদযাত্রার মাঝেই আদিবাসীদের আরেক অংশ বীরভূমের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বীরভূমের দুবরাজপুর, পুরন্দরপুর সহ বিভিন্ন এলাকায় পথ অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন। এই সকল আদিবাসী সম্প্রদায় যারা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন তারা শিল্পের পক্ষে বলেই দাবি করেছেন। শনিবার সকাল থেকে ডেউচা পাচামি কয়লা শিল্প নিয়ে পক্ষে এবং বিপক্ষে আদিবাসীদের এই আন্দোলনে সরগরম হয়ে উঠেছে বীরভূম। একপক্ষ দাবি করছেন, খোলামুখ কয়লা শিল্প আদিবাসীদের জনজীবনে ক্ষতি ডেকে নিয়ে আসবে। আবার অন্য পক্ষ দাবি করছেন, তারা যেকোন প্রকারে হোক এলাকায় শিল্প চান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News- ডেউচা পাচামি কয়লা শিল্প নিয়ে পক্ষে-বিপক্ষে রাস্তায় আদিবাসীরা, উত্তাল বীরভূম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল