অন্যদিকে এদের এই পদযাত্রার মাঝেই আদিবাসীদের আরেক অংশ বীরভূমের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বীরভূমের দুবরাজপুর, পুরন্দরপুর সহ বিভিন্ন এলাকায় পথ অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন। এই সকল আদিবাসী সম্প্রদায় যারা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন তারা শিল্পের পক্ষে বলেই দাবি করেছেন। শনিবার সকাল থেকে ডেউচা পাচামি কয়লা শিল্প নিয়ে পক্ষে এবং বিপক্ষে আদিবাসীদের এই আন্দোলনে সরগরম হয়ে উঠেছে বীরভূম। একপক্ষ দাবি করছেন, খোলামুখ কয়লা শিল্প আদিবাসীদের জনজীবনে ক্ষতি ডেকে নিয়ে আসবে। আবার অন্য পক্ষ দাবি করছেন, তারা যেকোন প্রকারে হোক এলাকায় শিল্প চান।
advertisement
Location :
First Published :
February 19, 2022 2:02 PM IST