TRENDING:

দুবরাজপুরে জঙ্গল থেকে উদ্ধার যুবকের দেহ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন, খুনের অভিযোগ পরিবারের

Last Updated:

Birbhum News: সাত সকালে জঙ্গল থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছাড়াল বীরভূমের দুবরাজপুরে। বৃহস্পতিবার ভোরে দুবরাজপুর থানার পছিয়াড়ার জঙ্গল থেকে সেখ সাফিরুল নামে ওই ব্যক্তিগত দেহ উদ্ধার করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: সাত সকালে জঙ্গল থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছাড়াল বীরভূমের দুবরাজপুরে। বৃহস্পতিবার ভোরে দুবরাজপুর থানার পছিয়াড়ার জঙ্গল থেকে সেখ সাফিরুল নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে দুবরাজপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এই খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতের বাড়ি দুবরাজপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নতুন বাসস্ট্যাণ্ড এলাকায়। সেখ সাফিরুলের দেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে।
advertisement

জানা গিয়েছে, পুলিশ দেহ উদ্ধার করে বরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে সেখানে পৌছায় পরিবারের লোকেরা। মৃতের দেহে বিভিন্ন অংশ কাটা রয়েছে। তাছাড়াও দুই হাতে ছ্যাঁকা দেওয়ার দাগ রয়েছে বলে দাবি পরিবারের। হাসপাতালে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী ও কাউন্সিলার সাগর কুণ্ডু। তবে এই ঘটনা খুন না আত্মহত্যা না নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

advertisement

দুবরাজপুরের পৌরপ্রধান প্রধান পীযুষ পান্ডে বলেন, “বৃহ্স্পতিবার সকালে জানতে পারি সেখ সাফিরুল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে দুবরাজপুর থানার পুলিশ। মৃতের শরীরে একাধিক জায়গায় রয়েছে ক্ষতের দাগ। শরীরের মধ্যে বিভিন্ন অংশে রয়েছে পোড়ার দাগও। এমনকি গোটা মুখের রক্ত টাটকা। দুবরাজপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তারা খতিয়ে দেখছে এটি খুন নাকি আত্মহত্যা।”

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story: সময় লেগেছিল ২১ বছর! টেস্ট ক্রিকেটে প্রথম ছয় কে মেরেছিল? উত্তর অজানা অনেকের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মৃতের আত্মীয় সেখ নাসিরউদ্দিন বলেন, “বুধবার থেকেই নিখোঁজ ছিলেন সেখ সাফিরুল। তারপরই আজ সকালে পুলিশ দুবরাজপুরের পছিয়াড়ার জঙ্গল থেকে ওনার মৃতদেহ উদ্ধার করে। আমাদেরকেও খবর দেওয়া হয়। সেখ সাফিরুলের শরীরে রয়েছে অনেক আঘাতের চিহ্ন। অনেকেই বলছে আত্মহত্যা আবার অনেকেই বলছে খুন। আমরা চাই পুলিশ এর তদন্ত করুক এবং কেউ দোষী থাকলে তার যেন শাস্তি হয় । “

advertisement

বাংলা খবর/ খবর/বীরভূম/
দুবরাজপুরে জঙ্গল থেকে উদ্ধার যুবকের দেহ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন, খুনের অভিযোগ পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল