বাতিল হওয়া এই সকল ট্রেনের মধ্যে বীরভূমের সিউড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকার গুরুত্বপূর্ণ ট্রেনগুলি হল ময়ূরাক্ষী এক্সপ্রেস, হুল এক্সপ্রেস ইত্যাদি। পুজোর মুখে এই গুরুত্বপূর্ণ ট্রেনগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু সাধারণ যাত্রী থেকে ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন। তবে তারা লাইনের এই কাজের জন্য ট্রেন বাতিল থাকলেও কাজকে আলাদা গুরুত্ব দিয়েছেন এবং জানিয়েছেন কাজ তো করতেই হবে।
advertisement
আরও পড়ুন: উৎসবের আগে অসহায় কৃষিজীবীরা, কীভাবে কাটবে দুর্গা পুজো!
যাত্রীদের তরফ থেকে জানানও হয়েছে, ময়ূরাক্ষী এক্সপ্রেস এবং হুল এক্সপ্রেস বন্ধ থাকার কারণে সাধারণ যাত্রী থেকে ব্যবসায়ী প্রত্যেকেই অসুবিধার সম্মুখীন হবেন। কারণ এই দুটি ট্রেন সিউড়ি এবং আশেপাশের বাসিন্দাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার দীর্ঘদিন ধরে এই কাজ চলার কারণে পুজোর আগে সমস্যা আরও তৈরি হয়েছে। যদিও এই সকল ট্রেন বাতিল থাকলেও সরাসরি হাওড়া যাওয়ার জন্য বিকল্প পথ রয়েছে।
আরও পড়ুন: বন্ধ পাথর শিল্প, সমস্যায় প্রচুর মানুষ, কারণটা কী?
বিকল্প পথ হিসাবে খোলা রয়েছে সিউড়ি-শিয়ালদা মেমু এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিন ভোর ৫:২০ মিনিটে সিউড়ি রেল স্টেশন থেকে ছাড়ে এবং তা সকাল ৯:৫৭ মিনিটে শিয়ালদা পৌঁছোয়। ফেরার পথে শিয়ালদা থেকে বিকাল ৫:২৫ মিনিটে ট্রেনটি রওনা দেয় সিউড়ির দিকে এবং সিউড়ি এসে পৌঁছোয় রাত ৯:২০ মিনিটে। মাঝে স্টপেজ রয়েছে দুবরাজপুর, পাণ্ডবেশ্বর, অন্ডাল, দুর্গাপুর, পানাগর, বর্ধমান, ব্যান্ডেল এবং নৈহাটি স্টেশন। এছাড়াও বোলপুর, আহমেদপুর, সাঁইথিয়া রেল স্টেশন থেকেও বিভিন্ন ট্রেনে চড়ে হাওড়া অথবা শিয়ালদা যাওয়া যেতে পারে।
Madhab Das





