মাধব দাস, বীরভূম : সোমবার সকালে হঠাৎ বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত বল্লভপুরের কাছে থাকা কোপাই নদীতে ভাসতে দেখা যায় একটি মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা ওই মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থলে এসে ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। নদীতে ভাসতে থাকা ওই মৃতদেহ একজন মহিলার। এদিন তাকে অর্ধনগ্ন অবস্থায় জলে ভাসতে লক্ষ্য করা যায়। তবে ওই মহিলার পরিচয় এখনও পর্যন্ত জানা যায় নি।