সকল যুবক-যুবতীদের তরফ থেকে বীরভূমের সিউড়ি দু'নম্বর ব্লকের অন্তর্গত চাঙ্গুরিয়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় নাটক শুরু করেছেন। তাদের তরফ থেকে এই সকল গ্রামে গিয়ে নাটক করে বোঝানো হচ্ছে প্রাপ্তবয়স্ক না হওয়া সত্বেও যদি বাড়ির মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে তা কতটা ক্ষতিকর। নাটকের মধ্য দিয়ে এলাকার বাসিন্দাদের বাল্যবিবাহের ক্ষতিকারক দিকগুলি বোঝানোর পাশাপাশি তাদের সঙ্গে কথা বলছেন।
advertisement
আরও পড়ুন - ‘পাড়ায় সমাধান’ প্রকল্পে ঝপাঝপ কাজে হাত, ভাঙাচোরা রাস্তা সারাই শুরু
এই অভিনব উদ্যোগ নেওয়া যুবক যুবতীদের তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই পদক্ষেপের ফলে এলাকার মানুষদের মধ্যে থেকে ভালসাড়া পাওয়া যাচ্ছে। নাটক করে বিষয়টি বোঝানোর ফলে তারা সহজে বুঝতে পারছেন। অনেক অভিভাবক তাদের প্রতিশ্রুতি দিয়েছেন তারা তাদের মেয়েদের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এবং মেয়েরা যতদূর চাইবে ততদূর পড়াশোনা করাবেন।
আরও পড়ুন - Beauty Tips: দামী ক্রিম ফেল! মুখের দাগ তুলতে আসলে কাজে আসে রান্নাঘরের ‘এই’ জিনিস
একইভাবে এক কলেজ ছাত্রী জানিয়েছেন, সরকারি বিভিন্ন প্রকল্পের হাত ধরে বাল্যবিবাহ অনেকটাই ঠেকানো গিয়েছে। এখন এই যে নাটকের মধ্য দিয়ে গ্রাম্য মানুষদের বোঝানোর পদক্ষেপ নেওয়া হয়েছে তা অভিনব এবং আশা করা হচ্ছে বাল্যবিবাহ আগামী দিনে সম্পূর্ণভাবে রদ করে দেওয়া সম্ভব হবে। বাল্যবিবাহ ঠেকাতে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে যে নাটকের ব্যবস্থা করা হয়েছে তা ইতিমধ্যেই চলছে বিভিন্ন জায়গায়। উদ্যোক্তাদের তরফ থেকে জানা যাচ্ছে, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে তাদের এই অভিনব কর্মসূচি।
Madhab Das