তবে জানলে অবাক হবেন, অনুব্রত মণ্ডল এই গাড়িতে চড়লেও এর মালিক কিন্তু তিনি নন অথবা তার পরিবারের কোনো সদস্য নয়। এই গাড়ির যিনি মালিক তিনি কোনদিন প্রকাশ্যে আসেননি। তবে শুক্রবার অনুব্রত মণ্ডলের রাইস মিলে সিবিআই হানা দেওয়ার পর বিস্ফোরোক গাড়ির মালিক। পরিবহন ওয়েবসাইটের দেওয়া নথি থেকে জানা যাচ্ছে এই গাড়িটি রয়েছে প্রবীর মণ্ডল নামে এক ব্যক্তির নামে। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং ঠিকাদার। সিউড়িতে তার বিশাল একটি গাড়ি শোরুম রয়েছে। প্রবীর মণ্ডল এবং অরূপ রতন ভট্টাচার্য যৌথভাবে ঠিকাদারের ব্যবসায় যুক্ত। তবে প্রশ্ন হল কেন প্রবীর মণ্ডল নিজের নামে কেনা গাড়ি অনুব্রত মণ্ডলকে দিতে গেলেন?
advertisement
আরও পড়ুন: শিক্ষক দুর্নীতি! হঠাৎ বেতন বন্ধ! অবশেষে যা হল মালদহের প্রাথমিক শিক্ষকের সঙ্গে!
এর পরিপ্রেক্ষিতে গাড়ির মালিক প্রবীর মণ্ডল জানিয়েছেন, তিলপাড়া ব্যারেজের কাজ সংস্কার করার দায়িত্ব তারা চেয়েছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে ৪৬ লক্ষ টাকা দিয়ে কেনা এই গাড়িটি ২০১৮ সালে দিয়েছিলেন। পরে কাজ না পাওয়ার পরিপ্রেক্ষিতে সেই গাড়ি ফেরত চাইতে গেলে সায়গাল হোসেনের ফোন থেকে ফোন করে হুমকি দেওয়া হয় 'গাড়ি ফেরত নিবি, না গাঁজা কেস নিবি'। হুমকি দিয়েছিলেন খোদ অনুব্রত মণ্ডল বলেও অভিযোগ তাদের দুজনের।
Madhab Das