নানুর থানার পুলিশ নিখোঁজ হওয়া ওই ব্যক্তিকে উদ্ধার করে উত্তর ২৪ পরগনার পানিহাটি থেকে। সেখানে তিনি এক পরিচিতের বাড়িতে ছিলেন। তিনি যেখানে ছিলেন সেখান থেকেই একটি ফোন আসে গ্রামে এবং বাবুলাল শেখের খোঁজ করা হয়। গ্রামের বাসিন্দাদের মধ্যে সেই ফোন নিয়ে সন্দেহ জন্মালে তারা সেই ফোন নম্বর জমা দেন নানুর থানায় এবং নানুর থানার পুলিশ তদন্তে নেমে সোমবার পানিহাটি থেকে তাকে উদ্ধার করে নানুরে নিয়ে আসেন।
advertisement
ঘটনার পর উদ্ধার হওয়া বাবুলাল শেখ জানিয়েছেন, তাকে অপহরণ করা হয়নি বরং তিনি নিজে থেকেই পানিহাটি চলে গিয়েছিলেন পরিচিতের বাড়িতে। তার দাবি পারিবারিক অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি এমন কাজ করেছিলেন। তবে বাবুলাল শেখ এমন দাবি করলেও জানা যাচ্ছে তিনি যেখানে গিয়েছিলেন সেখানকার কোন একজনের সঙ্গে তার সম্পর্ক ছিল।
আরও পড়ুন: বাড়ির ছাদে ঝুলছে যুবকের দেহ! ভয়াবহ কাণ্ড মুর্শিদাবাদে!
ঘটনার পরিপ্রেক্ষিতে বাবুলাল শেখের পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হওয়ার পাশাপাশি নানুর থানার পুলিশ কুকুর থেকে শুরু করে ড্রোন ইত্যাদি দিয়ে তাকে খুঁজে বের করার চেষ্টা চালানো হয়। এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে এখন তাকে নানুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, ঠিক কী কারণে তিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন এবং এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন ফিরে আসেননি। ঘটনাকে কেন্দ্র করে বাবুলাল শেখকে বর্তমানে খুঁজে পাওয়া গেলেও রহস্য থেকেই যাচ্ছে, সত্যিই কী তিনি পারিবারিক অশান্তির জেরেই এইভাবে গা ঢাকা দিয়েছিলেন নাকি এর পিছনে রয়েছে অন্য কোন সম্পর্কের জের!
Madhab Das