লটারিতে ১ কোটি টাকা জেতার খবর পেয়েই সেই টিকিট নিয়ে সোজা সাঁইথিয়া থানায় পৌঁছে গিয়েছিলেন গোলাপ। সেখানে সমস্ত বিষয় জানাতেই সাঁইথিয়া থানার পুলিশ তাঁকে সুপরামর্শ দেন। কোথায় গিয়ে সেই টিকিট জমা করলে গোলাপ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন, সে সবই জানিয়ে দেয় পুলিশ।
advertisement
গোলাপ বলেন, “আমি আগেও অনেক বার লটারির টিকিট কেটেছি। কিন্তু কোনও বারই এত টাকা পায়নি। কখনো পেয়েছি ৪৫০০০ টাকা তো আবার কখনও পেয়েছি ৯০০০০ টাকা। এমনকি, নিজের কাছে টাকা না থাকলেও লোকের থেকে টাকা ধার নিয়ে লটারির টিকিট কেটেছি। তবে এইবারে আমি ১ কোটি টাকা জিতেছি। যখন টাকা জেতার খবর জানতে পারি, খুব আনন্দ হয়েছিল। তারপরই আমি লটারির টিকিট নিয়ে সাঁইথিয়া থানায় যাই। ওঁরা আমায় বলেন, কোথায় গিয়ে টিকিট জমা করলে টাকাটা আমি পাব। তারপরই আমি সেই টিকিট জমা দিয়ে আসি। আমার বাড়ির লোক থেকে পাড়া প্রতিবেশী সবাই খুবই খুশি।”
আরও পড়ুন: কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে কাঁকড়াবিছের বিষ! দু’ফোঁটার দাম কত জানেন.. কিন্তু কেন?
গত ৬ বছর ধরেই লটারির টিকিট কাটা প্রায় অভ্যেস। কখনও নিজের টাকায় কেটেছেন তো, কখনও লোকের থেকে টাকা ধার নিয়ে। কিন্তু, তাতে কখনও পেয়েছেন ৪৫ হাজার টাকা, কখনও পেয়েছেন ৯০ হাজার। আর বেশিরভাগ সময় কিছুই পাননি৷ তবে, এবারে এক্কেবারে জ্যাকপট! একদম ১ কোটি টাকা। এবারের লটারির টিকিট তাঁর ভাগ্য ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন গোলাপ৷ পরিবারে গোলাপই একমাত্র রোজগেরে৷ সংসারে মা ও স্ত্রী ছাড়াও আছেন বোন ও দুই সন্তান। গোলাপের লটারির জেতায় আনন্দে আত্মহারা তাঁর গোটা পরিবার।
আদিত্য জানিয়েছেন, কখনও ঠেলায় খাবারের দোকান দিয়ে, আবার কখনও হোটেলে কাজ করতেন। তবে এবার একটা নিজের ব্যবসা খোলার ইচ্ছা রয়েছে। আর বাকি টাকা সরকারি ভাবে পোস্ট অফিসের স্কিমে রাখতে চান তিনি।