LIfestyle: আমরা প্রেমে পড়ি কেন? কেন-ই বা বলে ভালবাসার ‘নেশা’, পিছনে লুকিয়ে রয়েছে জটিল রসায়ন, বলছেন বিজ্ঞানীরা
- Published by:Satabdi Adhikary
Last Updated:
What Makes People Fall In Love With Each Other: সাধারণত, যখন কেউ জানতে পারে যে সামনের মানুষটি তাঁকে পছন্দ করে, সেটাও অনেক সময় প্রেমে পড়ার কারণ হয়ে দাঁড়ায়৷ সেক্ষেত্রে, ওই দুই ব্যক্তি বাকি পৃথিবী থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে করতে থাকে৷ এক রহস্যময় সংযোগ শুরু হয়।
একটা মানুষ৷ তাকে হঠাৎ দেখেই ভাল লেগে যায়৷ আবার, এমনও হয়, দীর্ঘদিন ধরে কথা বলা, পাশাপাশি হাঁটা, পরস্পরকে জানার পরে কোনও মানুষের প্রতি আকৃষ্ট হতে শুরু করে আরেকটা মানুষ৷ প্রেমে পড়া পৃথিবীর অন্যতম রহস্যময় বিষয়৷ কিন্তু, জানেন কি, এই প্রেমে পড়ার পিছনেও রয়েছে বিজ্ঞান? প্রেমে পড়া বিষয়টা যতটা সহজ মনে হয়, ব্যাপারটা ততটা সহজ নয়! রয়েছে জটিল রসায়ন৷
advertisement
ভালবাসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। এই অনুভূতি একজনকে আরেকটা মানুষের প্রতি দায়বদ্ধ করে তোলে৷ আমরা নিজের চেয়ে তখন তাঁরই বেশি যত্ন নিতে শুরু করি। তার ভাল থাকা, মন্দ থাকা তখন আমাদের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে৷ কিন্তু, যে কারও সাথে যে কোনও সময় কি প্রেম হতে পারে? নাকি প্রেমে পড়ার কোনও বিশেষ কারণ থাকে? কী বলছেন বিজ্ঞানীরা? (চিত্র ক্রেডিট: ক্যানভা)
advertisement
কায়রোর আমেরিকান ইউনিভার্সিটির সাইকোলজিক্যাল ডিপার্টমেন্টের গবেষণা বলছে, কোনও ব্যক্তির প্রেমে পড়ার পিছনে মূলত তিনটি কারণ থাকে৷ সেই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হতে চাওয়ার আকাঙ্ক্ষা৷ তাঁকে ঘিরে তৈরি হওয়া আবেগ এবং তাঁর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার অনুভূতি৷ তবে এই তিনটি কারণ ছাড়াও প্রেমে পড়ার পিছনে আরও কারণ থাকে৷(চিত্র ক্রেডিট: ক্যানভা)
advertisement
advertisement
advertisement
অনেক সময় সাধারণ 'আই কন্টাক্ট'ও প্রেমে পড়ার কারণ হয়ে উঠতে পারে। কারণ, চোখই মানুষের প্রতিচ্ছবি। বিশেষজ্ঞেরা বলেন, কোনও মানুষের চোখ দেখেই তাঁর চরিত্র সম্পর্কে ধারণা তৈরি করে নেওয়া যায়৷ চোখের নিজস্ব পরিভাষা অর্থাৎ, ‘এক্সপ্রেশন’ও আছে৷ যা অনেক সময় আমাদের অজান্তেই আমাদের অবচেতন পড়ে ফেলতে পারে৷ সেই মুহূর্ত থেকে ভিতরে ভিতরে তৈরি হয় অনুভূতি৷ (চিত্র ক্রেডিট: ক্যানভা)
advertisement
advertisement