LIfestyle: আমরা প্রেমে পড়ি কেন? কেন-ই বা বলে ভালবাসার ‘নেশা’, পিছনে লুকিয়ে রয়েছে জটিল রসায়ন, বলছেন বিজ্ঞানীরা

Last Updated:
What Makes People Fall In Love With Each Other: সাধারণত, যখন কেউ জানতে পারে যে সামনের মানুষটি তাঁকে পছন্দ করে, সেটাও অনেক সময় প্রেমে পড়ার কারণ হয়ে দাঁড়ায়৷ সেক্ষেত্রে, ওই দুই ব্যক্তি বাকি পৃথিবী থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে করতে থাকে৷ এক রহস্যময় সংযোগ শুরু হয়।
1/8
একটা মানুষ৷ তাকে হঠাৎ দেখেই ভাল লেগে যায়৷ আবার, এমনও হয়, দীর্ঘদিন ধরে কথা বলা, পাশাপাশি হাঁটা, পরস্পরকে জানার পরে কোনও মানুষের প্রতি আকৃষ্ট হতে শুরু করে আরেকটা মানুষ৷ প্রেমে পড়া পৃথিবীর অন্যতম রহস্যময় বিষয়৷ কিন্তু, জানেন কি, এই প্রেমে পড়ার পিছনেও রয়েছে বিজ্ঞান? প্রেমে পড়া বিষয়টা যতটা সহজ মনে হয়, ব্যাপারটা ততটা সহজ নয়! রয়েছে জটিল রসায়ন৷
একটা মানুষ৷ তাকে হঠাৎ দেখেই ভাল লেগে যায়৷ আবার, এমনও হয়, দীর্ঘদিন ধরে কথা বলা, পাশাপাশি হাঁটা, পরস্পরকে জানার পরে কোনও মানুষের প্রতি আকৃষ্ট হতে শুরু করে আরেকটা মানুষ৷ প্রেমে পড়া পৃথিবীর অন্যতম রহস্যময় বিষয়৷ কিন্তু, জানেন কি, এই প্রেমে পড়ার পিছনেও রয়েছে বিজ্ঞান? প্রেমে পড়া বিষয়টা যতটা সহজ মনে হয়, ব্যাপারটা ততটা সহজ নয়! রয়েছে জটিল রসায়ন৷
advertisement
2/8
ভালবাসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। এই অনুভূতি একজনকে আরেকটা মানুষের প্রতি দায়বদ্ধ করে তোলে৷ আমরা নিজের চেয়ে তখন তাঁরই বেশি যত্ন নিতে শুরু করি। তার ভাল থাকা, মন্দ থাকা তখন আমাদের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে৷ কিন্তু, যে কারও সাথে যে কোনও সময় কি প্রেম হতে পারে? নাকি প্রেমে পড়ার কোনও বিশেষ কারণ থাকে? কী বলছেন বিজ্ঞানীরা? (চিত্র ক্রেডিট: ক্যানভা)
ভালবাসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। এই অনুভূতি একজনকে আরেকটা মানুষের প্রতি দায়বদ্ধ করে তোলে৷ আমরা নিজের চেয়ে তখন তাঁরই বেশি যত্ন নিতে শুরু করি। তার ভাল থাকা, মন্দ থাকা তখন আমাদের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে৷ কিন্তু, যে কারও সাথে যে কোনও সময় কি প্রেম হতে পারে? নাকি প্রেমে পড়ার কোনও বিশেষ কারণ থাকে? কী বলছেন বিজ্ঞানীরা? (চিত্র ক্রেডিট: ক্যানভা)
advertisement
3/8
কায়রোর আমেরিকান ইউনিভার্সিটির সাইকোলজিক্যাল ডিপার্টমেন্টের গবেষণা বলছে, কোনও ব্যক্তির প্রেমে পড়ার পিছনে মূলত তিনটি কারণ থাকে৷ সেই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হতে চাওয়ার আকাঙ্ক্ষা৷ তাঁকে ঘিরে তৈরি হওয়া আবেগ এবং তাঁর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার অনুভূতি৷ তবে এই তিনটি কারণ ছাড়াও প্রেমে পড়ার পিছনে আরও কারণ থাকে৷(চিত্র ক্রেডিট: ক্যানভা)
কায়রোর আমেরিকান ইউনিভার্সিটির সাইকোলজিক্যাল ডিপার্টমেন্টের গবেষণা বলছে, কোনও ব্যক্তির প্রেমে পড়ার পিছনে মূলত তিনটি কারণ থাকে৷ সেই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হতে চাওয়ার আকাঙ্ক্ষা৷ তাঁকে ঘিরে তৈরি হওয়া আবেগ এবং তাঁর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার অনুভূতি৷ তবে এই তিনটি কারণ ছাড়াও প্রেমে পড়ার পিছনে আরও কারণ থাকে৷(চিত্র ক্রেডিট: ক্যানভা)
advertisement
4/8
সাধারণত, যখন কেউ জানতে পারে যে সামনের মানুষটি তাঁকে পছন্দ করে, সেটাও অনেক সময় প্রেমে পড়ার কারণ হয়ে দাঁড়ায়৷ সেক্ষেত্রে, ওই দুই ব্যক্তি বাকি পৃথিবী থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে করতে থাকে৷ এক রহস্যময় সংযোগ শুরু হয়। (চিত্র ক্রেডিট: ক্যানভা)
সাধারণত, যখন কেউ জানতে পারে যে সামনের মানুষটি তাঁকে পছন্দ করে, সেটাও অনেক সময় প্রেমে পড়ার কারণ হয়ে দাঁড়ায়৷ সেক্ষেত্রে, ওই দুই ব্যক্তি বাকি পৃথিবী থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে করতে থাকে৷ এক রহস্যময় সংযোগ শুরু হয়। (চিত্র ক্রেডিট: ক্যানভা)
advertisement
5/8
 বৈজ্ঞানিকভাবে বলতে গেলে, একটি রোমান্টিক সম্পর্ক তৈরি হওয়ার পিছনে বিভিন্ন ধরনের রসায়ন প্রয়োজন। কারও প্রেমে পড়ার জন্য যতটা না বাহ্যিক উদ্দীপনা, তার চেয়েও বেশি নিউরোকেমিক্যাল প্রক্রিয়া। চিত্র ক্রেডিট: ক্যানভা)
বৈজ্ঞানিকভাবে বলতে গেলে, একটি রোমান্টিক সম্পর্ক তৈরি হওয়ার পিছনে বিভিন্ন ধরনের রসায়ন প্রয়োজন। কারও প্রেমে পড়ার জন্য যতটা না বাহ্যিক উদ্দীপনা, তার চেয়েও বেশি নিউরোকেমিক্যাল প্রক্রিয়া। চিত্র ক্রেডিট: ক্যানভা)
advertisement
6/8
 অনেক সময় সাধারণ 'আই কন্টাক্ট'ও প্রেমে পড়ার কারণ হয়ে উঠতে পারে। কারণ, চোখই মানুষের প্রতিচ্ছবি। বিশেষজ্ঞেরা বলেন, কোনও মানুষের চোখ দেখেই তাঁর চরিত্র সম্পর্কে ধারণা তৈরি করে নেওয়া যায়৷ চোখের নিজস্ব পরিভাষা অর্থাৎ, ‘এক্সপ্রেশন’ও আছে৷ যা অনেক সময় আমাদের অজান্তেই আমাদের অবচেতন পড়ে ফেলতে পারে৷ সেই মুহূর্ত থেকে ভিতরে ভিতরে তৈরি হয় অনুভূতি৷ (চিত্র ক্রেডিট: ক্যানভা)
অনেক সময় সাধারণ 'আই কন্টাক্ট'ও প্রেমে পড়ার কারণ হয়ে উঠতে পারে। কারণ, চোখই মানুষের প্রতিচ্ছবি। বিশেষজ্ঞেরা বলেন, কোনও মানুষের চোখ দেখেই তাঁর চরিত্র সম্পর্কে ধারণা তৈরি করে নেওয়া যায়৷ চোখের নিজস্ব পরিভাষা অর্থাৎ, ‘এক্সপ্রেশন’ও আছে৷ যা অনেক সময় আমাদের অজান্তেই আমাদের অবচেতন পড়ে ফেলতে পারে৷ সেই মুহূর্ত থেকে ভিতরে ভিতরে তৈরি হয় অনুভূতি৷ (চিত্র ক্রেডিট: ক্যানভা)
advertisement
7/8
কখনও কী এমন হয়েছে যে, কাউকে দেখলে আপনার মুখ শুকিয়ে যেতে শুরু করেছে, গলা শুকিয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে হৃৎস্পন্দন? এই সবের পিছনেও রয়েছে রসায়ন৷ কারওকে পছন্দ হলে আমাদের অবচেতন তা সবসময় বুঝতে পারে৷
কখনও কী এমন হয়েছে যে, কাউকে দেখলে আপনার মুখ শুকিয়ে যেতে শুরু করেছে, গলা শুকিয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে হৃৎস্পন্দন? এই সবের পিছনেও রয়েছে রসায়ন৷ কারওকে পছন্দ হলে আমাদের অবচেতন তা সবসময় বুঝতে পারে৷
advertisement
8/8
তাই পছন্দের ব্যক্তি সামনে এসে গেলেই শরীরে উত্তেজনা সৃষ্টিকারী হরমোন অ্যাড্রিনালিনের মাত্রা বৃদ্ধি পায়৷ এছাড়া, প্রভাবিত হয় সেরোটোনিন, ডোপামিনের মাত্রা। বিজ্ঞানীরা বলেন, এই প্রভাব অনেকটাই মাদক সেবনের পরে মানবশরীরে তৈরি হওয়া প্রতিক্রিয়ার মতো৷ এটিই প্রেমে পড়ার লক্ষণ
তাই পছন্দের ব্যক্তি সামনে এসে গেলেই শরীরে উত্তেজনা সৃষ্টিকারী হরমোন অ্যাড্রিনালিনের মাত্রা বৃদ্ধি পায়৷ এছাড়া, প্রভাবিত হয় সেরোটোনিন, ডোপামিনের মাত্রা। বিজ্ঞানীরা বলেন, এই প্রভাব অনেকটাই মাদক সেবনের পরে মানবশরীরে তৈরি হওয়া প্রতিক্রিয়ার মতো৷ এটিই প্রেমে পড়ার লক্ষণ
advertisement
advertisement
advertisement