শনিবার এই পাচারকারীদের হাতেনাতে পাকড়াও করা হয় তিলপাড়া জলাধারের কাছে। যদিও দুজন পাচারকারীর মধ্যে একজন সুযোগ বুঝে পুলিশের হাতে আসার আগেই চম্পট দেয়। তবে পুলিশ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেপ্তার হওয়া পাচারকারীর নাম হাফিউর রহমান। ধৃত ব্যাক্তি মালদার কালিয়াচকের বাসিন্দা বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়া এই পাচারকারীকে রবিবার সিউড়ি জেলা আদালতে(suri court) তোলা হয়। বিচারক তাকে এক দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। যদিও পুলিশের তরফ থেকে তদন্তের পরিপ্রেক্ষিতে তার সাত দিনের পুলিশি হেফাজত(police custody) চাওয়া হয়েছিলো। সোমবার তাকে পুনরায় আদালতে তোলা হবে।অন্যদিকে এই বিপুল পরিমাণ কাশির সিরাফ কোথায় পাচার করা হচ্ছিলো অথবা কোথা থেকে আনা হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে জানা যাচ্ছে এই বিপুল পরিমাণ কাশির সিরাফের আনুমানিক বাজার দর প্রায় ১০ লাখ টাকা(rupees ten lakh)।
advertisement
মাধব দাস