বিজেপি প্রার্থীদের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিচ্ছে তৃণমূল৷ এই অভিযোগ তুলে বাঁকুড়া-আরামবাগ রাজ্য সড়কের উপর বাঘাজলে গত ২ ঘণ্টা ধরে পথ অবরোধ করে বসে রয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷ এ বার সেখান দিয়েই বাঁকুড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল সায়ন্তিকার গাড়ি৷
অভিযোগ, সেই তাঁর গাড়ির উপরে অতর্কিতে হামলা চালান বিজেপি কর্মী সমর্থকেরা৷ সায়ন্তিকাকে ঘিরে চলে তুমুল বিক্ষোভ। স্থানীয় সূত্রের খবর, বিক্ষোভের জেরে একটা সময়ে পিছু হঠতে শুরু করেন সায়ন্তিকা।
advertisement
এদিকে, সায়ন্তিকার পায়লটের কারে হামলার ঘটনায় পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ-ও৷ তাঁর অভিযোগ, ‘‘সায়ন্তিকা হার্মাদ নিয়ে গুন্ডাগিরি করতে এসেছিল।’’
আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহার নিয়ে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, জেলায় জেলায় পৌঁছল বার্তা
মনোনয়ন জমা দেওয়া নিয়েই ইতিমধ্যেই উত্তপ্ত হয়েছে দক্ষিণবঙ্গের জেলা বাঁকুড়া৷ নমিনেশন জমা দেওয়ার প্রথম দিনেই উত্তেজনা ছড়ায় জেলার বিভিন্ন এলাকায়৷ ইন্দাসে প্রার্থীরা সময় মতো বিডিও অফিস থেকে মনোনয়নপত্র না পাওয়ায় বিডিও অফিসের সামনের রাস্তায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বসে পড়েন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
দেবব্রত মন্ডল, বাঁকুড়া