যতটা ভেবেছিলেন তার থেকে অনেক ভাল ফল পেয়েছেন তিনি। রকির পিৎজা সাথেও অতুলনীয় আবার পকেটেও হালকা। প্রতিদিন একটু একটু করে চাহিদা বাড়ছে ৭০ টাকার পিৎজার। ৭০ টাকার স্ট্যান্ডার্ড সাইজের পিৎজা ছাড়া ও আরও বিভিন্ন রকমের এবং বিভিন্ন সাইজের ফেজ ননভেজ পিৎজা পাওয়া যায় এই দোকানে।
আরও পড়ুন:
advertisement
এমনিতেই বাঁকুড়ার শহরে পিৎজা বার্গারের চল একটু কম। রকির ৭০ টাকার পিজ্জা এবং 80 টাকার বার্গার খাদ্য প্রেমীদের মধ্যে একটি নতুন উন্মাদনার সৃষ্টি করেছে। বাঁকুড়ার কলেজ মোড় চত্বরে যতগুলি খাবারের দোকান রয়েছে প্রত্যেকের টার্গেট কাস্টমার হচ্ছে স্টুডেন্টরা। স্টুডেন্টরা কেউ বাইরে থেকে পড়াশোনা করতে আসেন আবার কেউ স্থানীয়। স্টুডেন্টদের কাছে বাজেটও কম থাকে। সেই জন্যেই স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটে পিৎজা এবং বার্গার তৈরি করে স্টুডেন্টদের মন জয় করার লক্ষ্যে এগিয়ে চলেছে ইও পিৎজা স্টল।
নীলাঞ্জন ব্যানার্জী