TRENDING:

Viral Food | Pizza: লার্জ পিৎজা মাত্র ৭০ টাকা! বার্গার ৮০! যত খুশি খান! কোনও স্পেশাল অফার নয়! এটাই দাম!

Last Updated:

Viral Food | Pizza: ৭০ টাকাতে নাকি বিরাট পিৎজা! আবার বার্গার! রোজ পাবেন এই দামে! জানুন কে দিচ্ছে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: পিৎজা বার্গার প্রত্যেকের অত্যন্ত প্রিয়। কিন্তু সেই পিৎজা বা বার্গার যদি ৭০ টাকা বা ৮০ টাকায় পাওয়া যায় তাহলে সেটা একটা অন্য মাত্র পায়। এমনিতেই নামিদামি দোকানগুলিতে পিৎজা বেকারের দাম বেশ অনেকটাই বেশি। সেই তুলনায় বাঁকুড়ার কলেজ মোড়ে হয়েছে  “ইও পিৎজা” নামে এটি পিৎজা বার্গারের স্টল। স্থানীয় রকি গড়াই দুর্গাপুর থেকে পিৎজা বার্গার বানানো শিখে এসে শুরু করেছেন এই ব্যবসা।
advertisement

যতটা ভেবেছিলেন তার থেকে অনেক ভাল ফল পেয়েছেন তিনি। রকির পিৎজা সাথেও অতুলনীয় আবার পকেটেও হালকা। প্রতিদিন একটু একটু করে চাহিদা বাড়ছে ৭০ টাকার পিৎজার। ৭০ টাকার স্ট্যান্ডার্ড সাইজের পিৎজা ছাড়া ও আরও বিভিন্ন রকমের এবং বিভিন্ন সাইজের ফেজ ননভেজ পিৎজা পাওয়া যায় এই দোকানে।

আরও পড়ুন:

advertisement

এমনিতেই বাঁকুড়ার শহরে পিৎজা বার্গারের চল একটু কম। রকির ৭০ টাকার পিজ্জা এবং 80 টাকার বার্গার খাদ্য প্রেমীদের মধ্যে একটি নতুন উন্মাদনার সৃষ্টি করেছে। বাঁকুড়ার কলেজ মোড় চত্বরে যতগুলি খাবারের দোকান রয়েছে প্রত্যেকের টার্গেট কাস্টমার হচ্ছে স্টুডেন্টরা। স্টুডেন্টরা কেউ বাইরে থেকে পড়াশোনা করতে আসেন আবার কেউ স্থানীয়। স্টুডেন্টদের কাছে বাজেটও কম থাকে। সেই জন্যেই স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটে পিৎজা এবং বার্গার তৈরি করে স্টুডেন্টদের মন জয় করার লক্ষ্যে এগিয়ে চলেছে ইও পিৎজা স্টল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Viral Food | Pizza: লার্জ পিৎজা মাত্র ৭০ টাকা! বার্গার ৮০! যত খুশি খান! কোনও স্পেশাল অফার নয়! এটাই দাম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল