যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। কিন্তু তারপরেও প্রশাসন কেন রাস্তা সংস্কারের উদ্যোগ নিচ্ছে না তাই নিয়ে উঠছে প্রশ্ন। সাধারণ মানুষের দাবি , বারবার স্থানীয় পঞ্চায়েতকে বেহাল রাস্তার দশা জানানো হয়েছে কিন্তু রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না । ফলে রাতের অন্ধকারে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে বাড়ছে দুর্ঘটনার পরিমাণ ।
advertisement
আরও পড়ুনঃ পুকুরের জলে বিষক্রিয়া! মৃত কয়েক কুইন্টাল মাছ
তবে রাস্তা দ্রুত সংস্কার হবে আশ্বাস দিয়েছেন সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় । তিনি বলেন , আমরাই আন্দোলন করে রাস্তাটি তৈরি করেছি । তবে এই সমস্যার কথা জেলাতে পাঠানো হয়েছে দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে বলে জানান তিনি । এখন প্রশাসনের তৎপরতায় কখন সংস্কার করা হয় এই রাস্তার সেই দিকে তাকিয়ে এই গ্রামের বাসিন্দারা।
Joyjiban Goswami