বাঁধের পাড় এলাকায় পুলিশের নাকা চেকিং-এ আটক করে বিজেপি প্রার্থীদের দুটি গাড়ি, পুলিশের দাবি আজ গন্ডগোল হতে পারে এমন খবর আগেই ছিল। আর সেই কারণেই বাঁধের পাড় এলাকায় চলছিল নাকা চেকিং। নাকা চেকিং-এ মিলল সাফল্য, আটক করা হয় সন্দেহভাজন দুটি গাড়ি, পাওয়া গিয়েছে বেশ কিছু তাজা বোমা ।
আরও পড়ুন: ভোটে হিংসা হানাহানি বন্ধ হোক, সচেতনতায় কবিতা লিখলেন মুদি দোকানী
advertisement
আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগনায় মনোনয়ন জমা দেওয়ার হিড়িক, জমা পরা মনোনয়নের সংখ্যা জানলে অবাক হবেন
এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। যদিও এ প্রসঙ্গে বিজেপির বিধায়ক দাবি করেছেন তৃণমূল চক্রান্ত করে তাদের প্রার্থীদের ফাঁসিয়েছে। অবশ্য এই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। তিনি বলেন “ফেঁসে গেলে সবাই এরকম ভিত্তিহীন কথাবার্তা বলে। বিজেপির পায়ের তলায় মাটি নেই বুঝেই বোমা গুলির রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা নিন্দনীয়।”