TRENDING:

Panchayat Election 2023: আটকে দেওয়া হল বিজেপি প্রার্থীদের গাড়ি! যা উদ্ধার হল বাঁকুড়ায়, চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

নাকা চেকিং-এ মিলল সাফল্য, আটক করা হয় সন্দেহভাজন দুটি গাড়ি, পাওয়া গিয়েছে বেশ কিছু তাজা বোমা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: ভোট হতে এখনও বেশ কিছুদিন দেরি আছে, এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে নমিনেশন ফাইল আর এই নমিনেশন পর্বকে ঘিরেই দিকে দিকে অশান্তির বাতাবারণ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। এক্ষেত্রে কোথাও বিজেপি, সিপিএম-সহ বিরোধীপক্ষ আঙ্গুল তুলছে তৃণমূলের দিকে আবার কোথাও কোথাও শাসক দল আঙুল তুলছে বিরোধী পক্ষের দিকে।এমত পরিস্থিতিতে বুধবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক থেকে উদ্ধার হল বোমা।
advertisement

বাঁধের পাড় এলাকায় পুলিশের নাকা চেকিং-এ আটক করে বিজেপি প্রার্থীদের দুটি গাড়ি, পুলিশের দাবি আজ গন্ডগোল হতে পারে এমন খবর আগেই ছিল। আর সেই কারণেই বাঁধের পাড় এলাকায় চলছিল নাকা চেকিং। নাকা চেকিং-এ মিলল সাফল্য, আটক করা হয় সন্দেহভাজন দুটি গাড়ি, পাওয়া গিয়েছে বেশ কিছু তাজা বোমা ।

আরও পড়ুন: ভোটে হিংসা হানাহানি বন্ধ হোক, সচেতনতায় কবিতা লিখলেন মুদি দোকানী

advertisement

আরও পড়ুন:  দক্ষিণ ২৪ পরগনায় মনোনয়ন জমা দেওয়ার হিড়িক, জমা পরা মনোনয়নের সংখ্যা জানলে অবাক হবেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। যদিও এ প্রসঙ্গে বিজেপির বিধায়ক দাবি করেছেন তৃণমূল চক্রান্ত করে তাদের প্রার্থীদের ফাঁসিয়েছে। অবশ্য এই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। তিনি বলেন “ফেঁসে গেলে সবাই এরকম ভিত্তিহীন কথাবার্তা বলে। বিজেপির পায়ের তলায় মাটি নেই বুঝেই বোমা গুলির রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা নিন্দনীয়।”

advertisement

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Panchayat Election 2023: আটকে দেওয়া হল বিজেপি প্রার্থীদের গাড়ি! যা উদ্ধার হল বাঁকুড়ায়, চক্ষু চড়কগাছ সকলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল