TRENDING:

Bankura News: স্বামীর অকাল মৃত্যু বদলে দেয় সব, নিরক্ষর লক্ষ্মী'ই আজ কম্পিউটারে 'দক্ষ'

Last Updated:

বাঁকুড়ার ওন্দার ওন্দা যুব সমাজ স্বেচ্ছাসেবী সংস্থার বিনামূল্যের কোচিং সেন্টারে পড়াশোনা শুরু করেন লক্ষী। অক্ষরজ্ঞানের পর ইংরেজি শেখাও শুরু করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: খুব কম বয়সে বিয়ে হয়েছিল লক্ষ্মী মালের। ওন্দার লক্ষী মাল পড়াশোনা জানতেন না। বেশ চলছিল সংসার জীবন। কিন্তু হঠাৎই মারা যায় স্বামী। স্রেফ সই করতে না পারায় মৃত স্বামীর দেহ ছাড়তে অনেক টালবাহানা করেছিল হাসপাতাল। সেই থেকেই জেদ চাপে। সেই নিরক্ষর লক্ষ্মী মাল এখন শুধু স্বাক্ষরই নন, ইংরেজির পাশাপাশি কম্পিউটারেও তিনি স্বাবলম্বী।
advertisement

স্বামীর মৃত্যুর পর ভাবনা চিন্তা বদলে যায় এই বধূর। ঠিক করেন যে লেখাপড়া না জানার জন্য তাঁকে এত হেনস্থার শিকার হতে হয়েছে সেই লেখাপড়া শিখেই প্রমাণ করে দেবেন। এরপর বাঁকুড়ার ওন্দার ওন্দা যুব সমাজ স্বেচ্ছাসেবী সংস্থার বিনামূল্যের কোচিং সেন্টারে পড়াশোনা শুরু করেন লক্ষী। অক্ষরজ্ঞানের পর ইংরেজি শেখাও শুরু করেন। ওখানে কম্পিউটার শেখায় হাতে খড়ি তাঁর।

advertisement

আরও পড়ুন: তাপপ্রবাহে তিল চাষের ক্ষতি

কম্পিউটারে ছবি আঁকা শেখেন লক্ষী মাল। ওন্দা যুব সমাজের এই কোচিং সেন্টারে মূলত পড়াশোনা করে সেইসব প্রান্তিক ছাত্র-ছাত্রীরা, যারা গৃহশিক্ষকের খরচ বহন করতে পারে না। সেখানে লক্ষী একজন অনুপ্রেরণা। এই বধূ প্রতিদিন সকলের আগে কোচিং সেন্টারে গিয়ে বসে থাকেন। এমনকি এখানকার শিক্ষক-শিক্ষিকাটা কেউ কোনদিন না আসলে তাকে বাড়িতে কে ডেকে নিয়ে এসে পড়াশোনা করেন লক্ষ্মী। একজন নিরক্ষর বধূর এই স্বাক্ষর হয়ে ওঠার লড়াই অনেকের অনুপ্রেরণা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জি

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: স্বামীর অকাল মৃত্যু বদলে দেয় সব, নিরক্ষর লক্ষ্মী'ই আজ কম্পিউটারে 'দক্ষ'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল