TRENDING:

Bankura News: অবৈধভাবে লোহার পাইপ পাচার! ফিল্মি কায়দায় পিছু ধাওয়া পুলিশের, লরি থামিয়ে চালকের হাতে হাতকড়া

Last Updated:

Bankura News: অবৈধভাবে লোহার পাইপ পাচার করতে গিয়ে পুলিশের জালে দুই অভিযুক্ত। একেবারে ফিল্মি কায়দায় পিছু ধাওয়া করে পাত্রসায়ের থানার পুলিশ আটক করেছে পাইপ বোঝাই একটি ৪০৭ লরি। গ্রেফতার চালক ও খালাসি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাত্রসায়ের, বাঁকুড়া, দেবব্রত মন্ডল: অবৈধভাবে লোহার পাইপ পাচার করতে গিয়ে পুলিশের জালে দুই অভিযুক্ত। একেবারে ফিল্মি কায়দায় পিছু ধাওয়া করে পুলিশ আটক করেছে পাইপ বোঝাই একটি ৪০৭ লরি। গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে।
অবৈধভাবে লোহার পাইপ পাচার করতে গিয়ে বাঁকুড়ায় পুলিশের জালে দুই অভিযুক্ত
অবৈধভাবে লোহার পাইপ পাচার করতে গিয়ে বাঁকুড়ায় পুলিশের জালে দুই অভিযুক্ত
advertisement

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানা এলাকার ঈদিলচক নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ অফিসাররা ডিউটি করছিলেন। সেই সময় সোনামুখীর দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি ৪০৭ লরি। লরিতে ১২৭টি লোহার পাইপ বোঝাই করা ছিল। লরিটির গতিপ্রকৃতি দেখে কর্তব্যরত পুলিশ অফিসারের সন্দেহ হয়। লরিটিকে দাঁড় করিয়ে চালকের কাছে লোহার পাইপ নিয়ে যাওয়ার বৈধ নথি দেখতে চাইলে রীতিমতো পুলিশকে ফাঁকি দিয়ে সেখান থেকে লরিটি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক ও খালাসি।

advertisement

আরও পড়ুনঃ বাঘের আক্রমণে জখম সুন্দরবনের লক্ষিন্দর! ৪ বছরে মেলেনি কোনও সরকারি সাহায্য, তীর্থের কাকের মতো চেয়ে অসহায় পরিবার

এরপর ফিল্মি কায়দায় পিছু ধাওয়া করে পাত্রসায়ের থানার পুলিশ। কিছুদূর গিয়েই লরিটিকে ধরে ফেলে পুলিশ। সেখানে আটক করে চালক ও খালাসিকে নিয়ে আসা হয় থানায়। বাজেয়াপ্ত করা হয় লরিটি এবং লোহার পাইপ গুলিকে। এরপর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় লরিচালক মহাদেব মুর্মু এবং খালাসি সমীর মন্ডলকে।

advertisement

আরও পড়ুনঃ এক ঢিলে দুই পাখি! বাড়ির বর্জ্য মলকে কাজে লাগিয়েই তৈরি হবে জৈব সার, মুর্শিদাবাদে শুরু ট্রায়াল, উপকৃত হবেন বহু মানুষ

সেরা ভিডিও

আরও দেখুন
বাঘের আক্রমণে জখম সুন্দরবনের লক্ষিন্দর! মেলেনি কোনও সরকারি সাহায্য, অসহায় পরিবার
আরও দেখুন

জানা যায়, দু’জনেরই বাড়ি পূর্ব বর্ধমানের কালনা এলাকায়। এরপর অভিযুক্তদের তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে। আদালতের নির্দেশে পাঁচ দিনের পুলিশি হেফাজতে দেওয়া হয় তদন্ত প্রক্রিয়া আরও সক্রিয় করার জন্য। এই ঘটনার পিছনে কারা কারা যুক্ত রয়েছে এবং এই পাইপ কোথায় পাচার করা হচ্ছিল এই র‍্যাকেট কতদিন ধরে চলছে এই সমস্ত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: অবৈধভাবে লোহার পাইপ পাচার! ফিল্মি কায়দায় পিছু ধাওয়া পুলিশের, লরি থামিয়ে চালকের হাতে হাতকড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল