পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানা এলাকার ঈদিলচক নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ অফিসাররা ডিউটি করছিলেন। সেই সময় সোনামুখীর দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি ৪০৭ লরি। লরিতে ১২৭টি লোহার পাইপ বোঝাই করা ছিল। লরিটির গতিপ্রকৃতি দেখে কর্তব্যরত পুলিশ অফিসারের সন্দেহ হয়। লরিটিকে দাঁড় করিয়ে চালকের কাছে লোহার পাইপ নিয়ে যাওয়ার বৈধ নথি দেখতে চাইলে রীতিমতো পুলিশকে ফাঁকি দিয়ে সেখান থেকে লরিটি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক ও খালাসি।
advertisement
এরপর ফিল্মি কায়দায় পিছু ধাওয়া করে পাত্রসায়ের থানার পুলিশ। কিছুদূর গিয়েই লরিটিকে ধরে ফেলে পুলিশ। সেখানে আটক করে চালক ও খালাসিকে নিয়ে আসা হয় থানায়। বাজেয়াপ্ত করা হয় লরিটি এবং লোহার পাইপ গুলিকে। এরপর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় লরিচালক মহাদেব মুর্মু এবং খালাসি সমীর মন্ডলকে।
জানা যায়, দু’জনেরই বাড়ি পূর্ব বর্ধমানের কালনা এলাকায়। এরপর অভিযুক্তদের তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে। আদালতের নির্দেশে পাঁচ দিনের পুলিশি হেফাজতে দেওয়া হয় তদন্ত প্রক্রিয়া আরও সক্রিয় করার জন্য। এই ঘটনার পিছনে কারা কারা যুক্ত রয়েছে এবং এই পাইপ কোথায় পাচার করা হচ্ছিল এই র্যাকেট কতদিন ধরে চলছে এই সমস্ত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
