কিছু সাইটে ছবির পাইরেটেড ভার্সনের মান খারাপ হলেও কিছু সাইটে মিলছে এইচ-ডি ভার্সন!
মেঘনা গুলজার-এর 'রাজি' এখনও পর্যন্ত বক্স-অফিসে ভালই ব্যবসা দিয়েছে! উইকেন্ডে ব্যবসা করেছে প্রায় ৩২.৬৩ কোটি টাকা! কিন্তু অনলাইনে যদি এইচডি ভার্সনের গোটা ছবি মেলে তা হলে কী আর দর্শক হলমুখি হবে? এনিয়ে চিন্তায় ছবির প্রযোজনা সংস্থা!=
বলিউড ছবির ক্ষেত্রে পাইরেসি একটি বিশাল সমস্যা। 'মানঝি: দ্য মাউন্টেন ম্যান', ' গ্রেট গ্র্যান্ড মস্তি', 'বন্দুকবাজ বাবুমশাই'-এর মতো ছবি অফিশিয়াল রিলিজের আগেই লিক হয়ে গিয়েছিল ইন্টারনেটে।
advertisement
Location :
First Published :
May 14, 2018 1:55 PM IST