কেন্দ্রের এই নয়া পরিকল্পনার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি । তিনি জানিয়েছেন, ‘নতুন গাড়ি কেনার পর নম্বর প্লেট সংগ্রহের জন্য এবার আর কোনও সরকারি দফতরে যেতে হবে না । নতুন গাড়ির সঙ্গেই থাকবে রেডিমেড নম্বর প্লেট । গাড়ি প্রস্তুতকারক সংস্থাই এই নম্বর প্লেট তৈরি করে দেবে । গাড়ির দামের সঙ্গেই নম্বর প্লেট ও তার রেজিস্ট্রশনের খরচ ধরা থাকবে ।’
advertisement
চলছে ভারত বনধ, দেশজুড়ে অশান্তি, পঞ্জাবে স্থগিত সিবিএসই পরীক্ষা
নীতিন গড়করির মতে, কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবে গাড়ির ক্রেতারা। তবে তিনি এও স্পষ্ট করেছেন, উপযুক্ত নিয়ম মেনেই প্রত্যেক রাজ্যে গাড়ির নম্বর বন্টন করা হবে।
Location :
First Published :
April 02, 2018 10:19 AM IST