TRENDING:

Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ায় কীভাবে পুজো ও মন্ত্রপাঠ করলে আপনার সম্পদ ও দাম্পত্য-সুখ অটুট হবে

Last Updated:

Akshaya Tritiya: বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই পুণ্যলগ্ন পালিত হয়। বিয়ে, পুণ্যকাজ সূত্রপাত, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা-সহ একাধিক কাজে এই দিনকে শুভ বলে মনে করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্ন এ বার পড়েছে ৩ মে, মঙ্গলবার। বলা হয়, এই তিথি সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি ডেকে আনে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই পুণ্যলগ্ন পালিত হয়। বিয়ে, পুণ্যকাজ সূত্রপাত, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা-সহ একাধিক কাজে এই দিনকে শুভ বলে মনে করা হয়।
advertisement

এই তিথিতে কীভাবে পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধির অভাব হবে না, সে সম্বন্ধে জানিয়েছেন পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা। তাঁর মতে কী কী করতে হবে দেখে নিন-

সম্পদের জন্য-

দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য কাচ বা স্ফটিকের পুতির মালা দিন বিগ্রহে। যদি নতুন মালা পাওয়া সম্ভব না হয়, তাহলে পুরনো মালাই গঙ্গাজলে পরিষ্কার করে বিগ্রহে পরিয়ে দিন।

advertisement

আরও পড়ুন : রাশি অনুযায়ী ধাতু কিনুন অক্ষয় তৃতীয়ায়, আপনার সৌভাগ্য অবধারিত

মন্ত্রোচ্চারণ-

রুদ্রাক্ষের মালা সহকারে ওম হিং শ্রীম লক্ষ্মী বাসুদেবায়ঃ নমঃ’ মন্ত্র উচ্চারণ করুন ১০৮ বার। এর পর ওই মালা পরিধান করুন নিজেই। তবে ঘুমনোর সময় এই মালা খুলে রাখুন। এর পর সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিধেয় ধারণ করে মালাটি পরুন আবার।

advertisement

আরও পড়ুন :   স্কুলে যাওয়ার আগে বাচ্চাকে এগুলি শেখাচ্ছেন তো? নয়তো বিপদে পড়বে আপনার সন্তানই

গোলাপি বস্ত্র-

সংসারে সুখ ও সমৃদ্ধি আনতে এই তিথিতে পরুন গোলাপি রহের পোশাক। এই রংকে এই তিথির জন্য পবিত্র বলে ধরা হয়।

আরও পড়ুন : অসহ্য যন্ত্রণার দাঁতের গঠনও বদল, ‘অপরাজিত’ সত্যজিৎকে জিতু-অনীকের কুর্নিশ ছবিতে

advertisement

বিবাহিত জীবনের জন্য-

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিবাহের জন্য এই তিথিকে পুণ্যলগ্ন বলে মানা হয়। সুখী ও দীর্ঘ দাম্পত্য চাইলে হরগৌরীর পুজো করুন এই তিথিতে। পাশাপাশি, এই দিনে শিবের পুজোও পবিত্র বলে ধরা হয়। পুজোর সময় শিব ও গৌরীকে রুদ্রাক্ষের মালা নিবেদন করুন। ওম গৌরীশঙ্করী নমঃ মন্ত্রটি উচ্চারণ করুন ১০৮ বার।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ায় কীভাবে পুজো ও মন্ত্রপাঠ করলে আপনার সম্পদ ও দাম্পত্য-সুখ অটুট হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল