TRENDING:

Vastu Tips: অর্থক্ষতি থেকে মৃত্যু, সবই হতে পারে অশুভ প্রভাবে! বাড়িতে ভুলেও এই গাছ নয়

Last Updated:

Vastu Tips: কিন্তু এমনও কিছু কিছু গাছ রয়েছে যা গৃহস্থের আঙিনায় থাকলে তা বয়ে আনতে পারে অশুভ ইঙ্গিত। এমনই মনে করা হয় হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রকৃতির অন্যতম দান গাছ। বাড়ির চারপাশে গাছ লাগাতে সকলেই পছন্দ করেন। তাতে পরিবেশ সুন্দর হয়। মনও প্রসন্ন থাকে। হিন্দু ধর্ম অনুসারে কোনও কোনও গাছকে খুব শুভ বলে মনে করা হয়। কোনও কোনও গাছকে পবিত্র মনে করে পূজাও করা হয়। ওই সব গাছ বাড়ির উঠোনে থাকলে গৃহস্থের কল্যাণ হবে বলে বিশ্বাস করা হয়।
কোন গাছ লাগাবেন না ঘরে?
কোন গাছ লাগাবেন না ঘরে?
advertisement

কিন্তু এমনও কিছু কিছু গাছ রয়েছে যা গৃহস্থের আঙিনায় থাকলে তা বয়ে আনতে পারে অশুভ ইঙ্গিত। এমনই মনে করা হয় হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী।

এই সব গাছ হয়তো দেখতে খুব সুন্দর। তাই অনেক সময়ই দেখা যায় কেউ তাঁর বাড়ির চারপাশে এমন গাছ লাগিয়ে ফেলেছেন। তাতে বাড়ির সৌন্দর্য বর্ধন তো হচ্ছে, চারপাশের পরিবেশ পরিষ্কার থাকছে। কিন্তু, আখেরে ক্ষতি হচ্ছে ওই গৃহস্থের।

advertisement

আরও পড়ুন: রাস্তায় বাড়ছে আতঙ্ক, ঘরে ঢুকে গিয়ে কামড়ে ধরছে ‘পাগলা’ কুকুর! তুলকালাম আরামবাগে

বাড়ির চারপাশে গাছ লাগানোর আগে অনেকেই ভেবে দেখেন না যে ওই গাছ তাঁর জন্য ক্ষতিকারক হতে পারে। কারণ বাস্তুশাস্ত্র অনুসারে নির্দিষ্ট বিধান অনুযায়ী গাছ নির্বাচন করতে হয়। যদি কেউ তাঁর নিজের পছন্দসই গাছ যে কোনও লাগিয়ে ফেলেন, তা হলে শেষ পর্যন্ত তা শুভ ফলদায়ক নাও হতে পারে।

advertisement

আরও পড়ুন: জওয়ানের নতুন গানে কী বার্তা শাহরুখের? শুনেই দেখুন, চমকে যাবেন!

কামেশ্বর সিং দারভাঙ্গা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর জ্যোতিষ বিভাগের প্রধান ড. কুণাল ঝা এই বিষয়ে জানালেন বিস্তারিত। বাড়ির আঙিনায় বিশেষ কিছু গাছ না লাগানোই ভাল। তিনি বলেন, যে গাছে আত্মা বাসা বাঁধে, সেই গাছ বাড়ির আশেপাশে লাগানো উচিত নয়। যেসব গাছের পাতা থেকে দুধ বের হয় যেমন বট, অশ্বত্থ গাছ, লাল ফুলের গাছ, কাঁটা গাছ অগ্নি কোণে লাগালে তারা সব সময় খারাপ ফল দেয়। অগ্নি কোণে এই গাছগুলি লাগালে বাড়িতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

advertisement

শুধু তাই নয়, কোনও কোনও গাছ রয়েছে, যেগুলি আঙিনায় থাকলে গৃহস্থের সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী দক্ষিণ-পূর্ব কোণকে অগ্নি কোণ বলা হয়। ওই দিকে দুধ বের হয় এমন গাছ লাগালে অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বাড়িতে কাঁটাযুক্ত গাছ লাগানোও ঠিক নয়। এতে গৃহস্থের শত্রু বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়। এমনকী ওই বাড়িতে বসবাসকারী মানুষের মনে সব সময় শত্রুর ভয় থেকে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vastu Tips: অর্থক্ষতি থেকে মৃত্যু, সবই হতে পারে অশুভ প্রভাবে! বাড়িতে ভুলেও এই গাছ নয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল