আর একজন সাধারণ মানুষের ধনী হওয়ার স্বপ্ন দেখার মধ্যে কোনও রকম অন্যায় নেই। তবে হ্যাঁ, উপার্জনের পথ সৎ হওয়া প্রয়োজন। একটি সুন্দর ও সচ্ছ্বল জীবন যাপন করতে গেলে যে অর্থের প্রয়োজন হয়, তা সকলেই উপার্জন করে উঠতে পারেন না। আবার সকলের চাহিদাও এক রকম হয় না। ফলে আরও অর্থ রোজগারের বাসনা থেকেই যায়। আর তখনই দেখা দেয় অর্থাভাব।
advertisement
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে 'দোষ' থাকলে অর্থের ক্ষতি হতে পারে। এটি সংশোধন করতে এবং প্রচুর অর্থ আকৃষ্ট করতে কিছু পদক্ষেপ করা যেতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে সামান্য কিছু জিনিস বাড়িতে রাখলেই ভাগ্য ফিরতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক—
আরও পড়ুন - কাড়ি কাড়ি ওষুধ ফেল! হাজার চেষ্টাতেও ব্লাড সুগার কন্ট্রোল হয় না, চমকপ্রদ 'ফল' দেবে এই 'ফুল'!
ভগবান গণেশের ছবি
বাস্তুশাস্ত্র বলে প্রধান প্রবেশদ্বারের উভয় পাশে ভগবান গণেশের ছবি থাকা গুরুত্বপূর্ণ। ভগবান গণেশের একটি ছবি বা মূর্তি স্থাপন করলে বাড়িতে বাস্তু দোষ কমতে পারে। সংসারে সুখ ও সমৃদ্ধি আসে।
তুলসী গাছ
বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ সম্পদ ও সমৃদ্ধির প্রতীক। বাড়ির উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ লাগাতে হবে। এটি শুভ এবং বাড়িতে ইতিবাচকতা বয়ে আনে। ফলে অর্থ প্রবাহ বৃদ্ধি পায়।
দেব দেউল
সাধ্য মতো একটি স্থানে দেব বিগ্রহ প্রতিষ্টা করা উচিত। তা সে যত স্বল্প পরিসরই হোক না কেন! প্রতি সকাল-সন্ধ্যা সেখানে প্রদীপ জ্বালানো দরকার। এটি পরিবেশকে পরিশুদ্ধ করতে সহায্য করে। দেবী লক্ষ্মীর ছবি বা মূর্তিও রাখা খুবই জরুরি।
আরও পড়ুন - ব্লাড সুগার থেকে বাঁচতে চান? মেনে চলুন এই কয়েকটি টোটকা, রক্তে চিনি কমবেই
কুবের যন্ত্র
ভগবান কুবের সম্পদ ও সমৃদ্ধির দেবতা। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির উত্তর-পূর্ব কোণটি ভগবান কুবের দ্বারা নিয়ন্ত্রিত, তাই সেখান থেকে নেতিবাচক জিনিস যেমন টয়লেট, জুতো রাখার তাক বা ভারী আসবাবপত্র সরিয়ে ফেলা উচিত। সমৃদ্ধির জন্য উত্তর দিকের দেওয়ালে একটি কুবের যন্ত্র লাগিয়ে রাখা যেতে পারে।
লকার
বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে সমস্ত মূল্যবান জিনিস যেমন গয়না, টাকা এবং গুরুত্বপূর্ণ নথি রাখা দরকার। বাড়ির প্রধান সিন্দুক বা লকারটি এমন ভাবে রাখা দরকার যাতে এর দরজা উত্তর বা উত্তর-পূর্ব দিকে খোলে, তাতে আর্থিক সমস্যা এড়ানো যায়।
জলজ প্রাণী
বাড়িতে একটি ছোট জলাশয় স্থাপন করা দরকার, বিশেষ করে উত্তর-পূর্ব অংশে। এতে ইতিবাচকতা এবং সমৃদ্ধি বাড়ে। ছোট অ্যাকোয়ারিয়াম বা ঝর্না সমস্ত আর্থিক স্বপ্নকে জীবন্ত করে তুলতে পারে।
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয়৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷)
