এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ৯ নভেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের কার্তিক মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল মঙ্গল এবং এই পঞ্চমী তিথি থাকবে ৯ নভেম্বর সকাল ১০টা ৩৬ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি।
advertisement
আরও পড়ুন - নবরূপে সেজে উঠেছে Mahesh Jagannath Temple, Mamata Banerjee-র আরও এক অঙ্গীকার পূরণ
কার্তিক মাসের শুক্লপক্ষের এই পঞ্চমী তিথি লাভ পঞ্চমী নামে পরিচিত; দীপাবলি তিথিতে যাঁরা লক্ষ্মী-গজাননের আরাধনা করে উঠতে পারেননি, তাঁদের ক্ষেত্রে এই তিথিতে অর্চনার বিধি রয়েছে।
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪০ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ৯ নভেম্বর সকাল ১১টা ১৯ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ৯ নভেম্বর রাত ১০টা ০৯ মিনিটে।
আরও পড়ুন - Ind vs NZ: রাঁচিতে বাড়ছে করোনার গ্রাফ, নিয়ম মানলে তবেই T20-র টিকিট, ঠিক হয়ে গেল Ticket Price
এই ২০৭৮ বিক্রম সম্বতের কার্তিক মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথির নক্ষত্র হল পূর্বাষাঢ়া। ৯ নভেম্বর, বিকেল ৪টে ৫৯ মিনিট পর্যন্ত পূর্বাষাঢ়া নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে উত্তরাষাঢ়া নক্ষত্র।
সূর্য অবস্থান করবে তুলা রাশিতে। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে ৯ নভেম্বর রাত ১০টা ৩৭ মিনিট পর্যন্ত; এর পরে গমন করবে মকর রাশিতে।
শুভ মুহূর্ত- ৯ নভেম্বর অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ৪৮ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৩২ মিনিটে। অমৃতযোগ ৯ নভেম্বর শুরু হচ্ছে দুপুর ১২টা ৩৩ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ২টো ০২ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ৯ নভেম্বর রাহুকাল শুরু হচ্ছে দুপুর ২টো ৫৫ মিনিটে, শেষ হচ্ছে বিকেল ৪টে ১৮ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।