এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ১২ নভেম্বর পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল শুক্র এবং এই নবমী তিথি থাকবে ১৩ নভেম্বর ভোর ৫টা ৩১ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের দশমী তিথি।
advertisement
আরও পড়ুন - Molestation: রাতের শহরে ফের মহিলা নিরাপত্তা লঙ্ঘিত, অ্যাপক্যাব ড্রাইভারের নিগ্রহের শিকার সংবাদমাধ্যমের কর্মী
কার্তিক মাসের শুক্লপক্ষের এই নবমী তিথিতে উদযাপিত হবে অক্ষয় নবমী ব্রত। এছাড়া বঙ্গে এই দিনটি-ই উদযাপিত হচ্ছে জগদ্ধাত্রী পূজা রূপে।
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪২ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১২ নভেম্বর দুপুর ১টা ৪৬ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ১৩ নভেম্বর রাত ১টা ১৪ মিনিটে।
এই ২০৭৮ বিক্রম সম্বতের কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথির নক্ষত্র হল ধনিষ্ঠা। ১২ নভেম্বর, দুপুর ২টো ৫৩ মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে শতভিষা নক্ষত্র।
আরও পড়ুন - Explained: মিষ্টি খেলেই কি Diabetes রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে? এক ক্লিকেই ধারণা হবে পরিষ্কার
সূর্য অবস্থান করবে তুলা রাশিতে। চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে।
শুভ মুহূর্ত- ১২ নভেম্বর অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ৪৯ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৩২ মিনিটে। অমৃতযোগ ১২ নভেম্বর পড়েনি। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ১২ নভেম্বর রাহুকাল শুরু হচ্ছে সকাল ১০টা ৪৮ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ১০ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।