যেমন ধরা যাক, কারও বিবাহের রেখা যদি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির বিবাহিত জীবন দুঃখজনক বলে ইঙ্গিত দেয়। জ্যোতিষ মতে, যাঁদের হাতে শনি পর্বতের কাছে ক্রুশ চিহ্ন রয়েছে, তাঁদের অশুভ বলে মনে করা হয়। এমন মানুষদের জীবনে মানহানির সম্মুখীন হতে হয়। এই মানুষগুলোর জীবনের শেষটা খুব খারাপ। ঠিক তেমনই অনেকের হাতের রেখায় ইংরেজি ‘এক্স ’(X) বর্ণ বা কাটা চিহ্ন দেখা যায়। এর অর্থ অনেকেই জানেন না।
advertisement
আরও পড়ুন: ‘হামাগুড়ি বাবু’ কে? মমতার মন্তব্যের পরই শুরু খোঁজ, মাথা চুলকোচ্ছেন তৃণমূল নেতারাও
জ্যোতিষশাস্ত্র মতে এমন চিহ্ন থাকলে ব্যক্তির ভাগ্য সব সময় চরমে থাকে বলে মনে করা হয়। সেই ব্যক্তি জীবনে কোনও না কোনও বিষয়ে সুনাম অর্জন করতে পারেন। বিশ্বে মাত্র ৩০ শতাংশ মানুষের হাতে এই চিহ্ন দেখা যায়। এঁরা বুদ্ধিমান হন। এঁদের সামনে মিথ্যে বললে ধরে ফেলেন। তবে এটাও ঠিক যে, এই ধরনের মানুষেরা কিন্তু বিশ্বাসঘাতকাতর শিকারও হতে পারেন।
(Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)