আরও পড়ুন: কোন কোন জিনিসের দাম বাড়ল, সস্তা হল কী কী ? দেখে নিন একনজরে...
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
আপনার কাছের মানুষের আজ সাহায্যের প্রয়োজন হতে পারে। কোনও বিষয় নিয়ে পরিচিতদের সঙ্গে মতবিরোধ ঘটতে পারে, তবে শেষে মিটমাট হয়ে যাবে।লাকি সাইন– মানি প্ল্যান্ট, আজ সামাজিক ভাবে মেলামেশা করতে পারলে দিনটি আনন্দে ভরে উঠবে, আবার না পারলে আজ বিরক্ত বোধ হতে পারে।লাকি সাইন– লাল গৃহসজ্জার সামগ্রী
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।আর্থিক লাভ হবে। নতুন কোনও নিয়ম শুরু করতে হলে সামান্য অসুবিধে হতে পারে।লাকি সাইন– সফট টয়
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ আপনার মন বিভ্রান্ত থাকলেও নানা দিকে মনোনিবেশ করতে হতে পারে। গার্মেন্টস ব্যবসায়ীরা ভালো লাভ করবেন।লাকি সাইন- সিগন্যাল
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।পরবর্তীতে জীবনে কী অনুসরণ করা উচিত সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার এটাই সেরা সময়। অতীতের কঠোর পরিশ্রমের জন্য আপনি আজ পুরস্কার বা স্বীকৃতি পেতে পারেন।লাকি সাইন- বাইক
আরও পড়ুন: রাস্তায় থাকবে না Alto, Wagon বা Celerio! মারুতি বন্ধ করতে পারে ছোট গাড়ি উৎপাদন
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।আজকের দিনটি বেশ রোম্যান্টিক ভাবে কাটবে।লাকি সাইন- পালক
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ গেট টুগেদার বা আউটিং বা পার্টির আমন্ত্রণ আসতে চলেছে। দিনের শেষাংশ বেশি ভালো কাটবে।লাকি সাইন- কারাওকে
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।অন্যদের সঙ্গে কোনও বিষয় নিয়ে সমস্যা হতে পারে। কয়েক মাস আগে আপনার কাছে একটি ভালো সুযোগ এসেছিল, আবার তা ফিরে আসতে পারে।লাকি সাইন– নতুন বই
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।দীর্ঘ সময় পরে আজ আপনি জীবনে ব্যালেন্স খুঁজে পাবেন। উদ্যমীভাবে এগিয়ে গিয়ে জীবনে সিদ্ধান্ত নেওয়ার এটাই সেরা সময়।লাকি সাইন– পিয়ানো
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।কিছু মানুষ আপনাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে পারে। কেউ যদি আপনার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে সাফ নিজের অপছন্দের কথা জানিয়ে দেওয়াই ভালো।লাকি সাইন– চৌকোণা বাক্স
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। জীবনে নতুন সুযোগ আসতে চলেছে।লাকি সাইন– গিফট বক্স
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।আপনার মন বর্তমানে অস্থির হয়ে আছে। কিন্তু চেষ্টা করুন ভয় ঝেড়ে ফেলে এগিয়ে যাওয়ার।লাকি সাইন- ক্লক টাওয়ার
আরও পড়ুন: সেভিংস অথবা FD-র মতো মিউচুয়াল ফান্ডে কেন নির্দিষ্ট হারে রিটার্ন মেলে না ?
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।