মেষ (Aries):
জ্যোতিষশাস্ত্রের মতে, সূর্য ১৭ অগাস্ট মেষের নবম ঘরে অবস্থান করতে চলেছে। সূর্যের এই গোচর মেষ রাশির মানুষদের জন্য খুবই শুভ প্রমাণিত হবে। এই সময়ে তাঁদের অর্থনৈতিক অবস্থা আরও ভাল হবে। তাঁদের প্রেমের সম্পর্ক আরও শক্তিশালী হবে। তাঁরা ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন। স্বাস্থ্যও আরও ভাল হবে।
advertisement
কর্কট (Cancer):
সূর্যের কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমনের ফলে এঁদের জীবনে সাফল্য আসবে। তাঁদের সমস্ত কাজে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে পরিবর্তন এবং অগ্রগতিরও সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা দারুন লাভ করতে পারবেন। তাঁদের দীর্ঘ সময়ের আটকে থাক কোনও কাজ শেষ হবে।
তুলা (Libra):
সিংহ রাশিতে সূর্যের গমনের ফলে তুলা রাশির মানুষরা শুভ সময় যাপন করতে চলেছেন। এই সময়ের মধ্যে তাঁরা ব্যবসায় প্রচুর মুনাফা করবেন। তাঁদের অর্থনৈতিক পরিস্থিতি আরও শক্তিশালী হবে। এই সময়ের মধ্যে যাঁরা বিনিয়োগ নিয়ে চিন্তা-ভাবনা করছেন তাঁদের জন্য এই বিনিয়োগ উপকারী প্রমাণিত হবে। এই রাশিচক্রের মানুষরা যাঁরা কোনও কাজের জন্য প্রস্তুতি বা অনুসন্ধান করছে তাঁরা সুসংবাদ পাবেন।
আরও পড়ুন- বয়ফ্রেন্ড অফ দ্য ইয়ার ! ডেটে গিয়ে বেছে দিলেন গার্লফ্রেন্ডের মাথার উকুন! ভিডিও ভাইরাল
সিংহ (Leo):
সবশেষে আসা যাক সিংহ রাশির বিষয়ে। ১৭ অগাস্ট সিংহ রাশিচক্রের আরোহী অবস্থানে সূর্যের গমন লাভজনক প্রমাণিত হতে চলেছে। সূর্যের এই গোচর সিংহ রাশির মানুষের সামাজিক অবস্থানকে আরও জোরদার করে তুলবে। আইন সম্পর্কিত মামলায় জয় লাভের সম্ভাবনা রয়েছে। এঁরা কাজের সঙ্গে সম্পর্কিত সুসংবাদও পেতে পারেন।