এবারে জেনে নেওয়া যাক সূর্যের গোচরে ১২টি রাশির মানুষদের কে কীভাবে লাভবান হতে চলেছেন, কাকেই বা থাকতে হবে সতর্ক হয়ে।
মেষ:
এই রাশির পঞ্চম ঘরের অধিপতি হিসেবে অষ্টম ঘরে প্রবেশ করতে চলেছে সূর্য। সূর্যের সপ্তম দৃষ্টি এই রাশির দ্বিতীয় ভাগ সম্পদ ও পরিবারের ওপর পড়তে চলেছে। সূর্যের এই ট্রানজিটের কারণে জাতকরা হঠাৎ কোনও দুর্ঘটনার কবলে পড়তে পারেন। এই সময় যানবাহনের বিষয়ে জাতক-জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে। যাঁদের পাইলসের মতো রোগ রয়েছে তাঁদের খুব সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিমুখ হতে পারেন। কাউকে প্রেমের প্রস্তাব দেওয়ার সময় নয় এটি। স্টক মার্কেটে বিনিয়োগের সময় সতর্কতা অবলম্বন করা ভাল।
advertisement
বৃষ:
এই রাশিতে চতুর্থ ঘরের অধিপতি হয়ে সূর্য সপ্তম ঘরে প্রবেশ করতে চলেছে। এর কারণে জাতক-জাতিকাদের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। অশুভ স্থানে সূর্যের এই স্থানান্তর হাড় সংক্রান্ত সমস্যা তৈরি করতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদের সূচনা হতে পারে। কারও প্রতি অহঙ্কার না দেখানই ভাল। এই সময়ে কিছুটা কিছুটা মানসিক চাপ তৈরি হতে পারে।
মিথুন:
মিথুন রাশিতে তৃতীয় ঘরের অধিপতি সূর্য ষষ্ঠ ঘরে প্রবেশ করতে চলেছে। এই রাশিতে সূর্যের দৃষ্টি দ্বাদশ ঘরের ওপর পড়তে চলেছে। এতে জাতক-জাতিকারা শত্রু দমন, ভাল চাকরির সুযোগ, কর্মক্ষেত্রে পদোন্নতি ইত্যাদির সুবিধে পাবেন। জাতক-জাতিকারা বিদেশ থেকেও নানা সুযোগ সুবিধা পাবেন। যাঁরা ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাঁরা নতুন ব্যবসা শুরু করতে পারেন।
আরও পড়ুন- সামনেই ঘটতে চলেছে শুক্র গোচর; শুভ ফল পেতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা
কর্কট:
কর্কট রাশিতে সূর্য দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে প্রবেশ করতে চলেছে। জাতক-জাতিকারা এই সময় সন্তানদের দিক থেকে সুখ পাবেন। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা ভাল ফল পাবেন। প্রেমের সম্পর্কের জন্য খুব একটা অনুকূল সময় নয়। রাজনীতি ও মিডিয়ার সঙ্গে যুক্তরা শুভ ফল পাবেন।
সিংহ:
সিংহ রাশিতে সূর্য চতুর্থ ঘরে প্রবেশ করতে চলেছে, অন্য দিকে সূর্যের সপ্তম ভাগের দৃষ্টি দশম ঘরের ওপর পড়েছে। এই সময়ে জাতক-জাতিকাদের কল্পনাশক্তি বৃদ্ধি পাবে, তাঁরা সম্মানিত হবেন, কর্মক্ষেত্রে ভাল কর্মদক্ষতা দেখাতে পারবেন।
কন্যা:
এই রাশিতে সূর্য দ্বাদশ ঘরের অধিপতি হয়ে তৃতীয় ঘরে প্রবেশ করতে চলেছে। জাতক-জাতিকারা ভ্রমণের সূত্রে লাভবান হবেন। এই সময়ে যাঁরা মিডিয়া, টেক জগতের সঙ্গে যুক্ত তাঁরা ভাল সুযোগ পাবেন। জাতক-জাতিকারা তাঁদের কথাবার্তায় অন্যদের প্রভাবিত করতে পারবেন, ভাই-বোনের সহযোগিতায় মন আনন্দিত হবে।
তুলা:
এই রাশিতে সূর্য একাদশ ঘরের অধিপতি হয়ে প্রবেশ করতে চলেছে। জাতক-জাতিকাদের রাশিতে দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থ ও বাচনভঙ্গিতে সূর্যের প্রবেশ ঘটবে। অন্য দিকে, সূর্যের সপ্তম দৃষ্টি অষ্টম ঘরের ওপর পড়তে চলেছে, এই স্থানে মঙ্গল পশ্চাদগামী অবস্থানে বিরাজ করবে। এই সময়ে পিতার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। পরিবার-পরিজনের কারণে অর্থ ব্যয় হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। এই সময় আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়তে পারে।
বৃশ্চিক:
এই রাশিতে সূর্য দশম ঘরের অধিপতি এবং এই রাশিতেই সূর্যের গোচর ঘটছে। সূর্যের সপ্তম দৃষ্টি বৃশ্চিকের সপ্তম ঘরে পড়তে চলেছে। সূর্যের এই স্থানান্তরের কারণে রাশিতে কেন্দ্র-প্রধান রাজ যোগ তৈরি হবে। এতে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা লাভবান হবেন। জাতক-জাতিকাদের সাহস এবং বীরত্ব বৃদ্ধি পাবে, সমাজে সম্মান বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে ভাল উন্নতি করবেন তাঁরা, জাতক-জাতিকারা নিজেদের লক্ষ্য পূরণেও সমর্থ হবেন।
ধনু:
এই রাশিতে সূর্য দ্বাদশ ঘরে প্রবেশ করবে, সূর্যের সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরের ওপর পড়বে, ফলে জাতক-জাতিকাদের ব্যয় বাড়বে, পিতার স্বাস্থ্যের যত্ন নিতে হবে, অর্থের লেনদেনে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, পিতার সঙ্গে অযথা তর্কে না জড়ানোই ভাল। জাতক-জাতিকাদের সাফল্য অর্জনের জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে। নতুন বিনিয়োগ এড়িয়ে যাওয়াই ভাল।
মকর:
এই রাশিতে সূর্য অষ্টম ঘরের অধিপতি হয়ে একাদশ ঘরে প্রবেশ করতে চলেছে। সূর্যের সপ্তম দৃষ্টি এই রাশির পঞ্চম ঘরের ওপর পড়বে। এর ফলে জাতক-জাতিকারা ব্যবসায় ভাল লাভ করবেন, পরিবারে ভাই-বোনের সমর্থন মিলবে, সন্তানের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন ।
কুম্ভ:
এই রাশিতে সূর্য দশম ঘরে প্রবেশ করতে চলেছে এবং সূর্যের সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে যেখানে মঙ্গল অবস্থান করছে সেখানে পড়বে। কেরিয়ারের দিক থেকে এই গোচর শুভ প্রমাণিত হবে, কর্মক্ষেত্রে লক্ষ্য পূরণ হবে, তবে কিছুটা কিছুটা মানসিক উত্তেজনা দেখা যেতে পারে, যাঁরা বাবার ব্যবসা দেখাশোনা করছেন তাঁরা ভাল লাভ পাবেন।
মীন:
সূর্য ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে প্রবেশ করবে। সূর্যের সপ্তম দৃষ্টি তৃতীয় ঘরে পড়তে চলেছে। এতে জাতক-জাতিকাদের মনে সাহস বাড়বে, ভাগ্যের পূর্ণ সমর্থন মিলবে, উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ হবে। গুরুজনদের সঙ্গে এই সময় তর্ক না করাই ভাল।
(Disclaimer:প্রতিবেদনের লেখা তথ্য News18 Bangla-র নিজস্ব মত নয়৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷)