TRENDING:

Nag Panchami 2023: একেতো শ্রাবণ মাস তার উপর নাগপঞ্চমী, ২৪ বছর পরে অদ্ভূত সংযোগ, দেখে নিন আজকের শুভ সময়

Last Updated:

এই দিনের শাসক হলেন নাগরাজা। তাই এই দিনটিকে নাগপঞ্চমী হিসেবেই উদযাপন করা হয়। এই বিশেষ দিনে যে কোনও রকম শুভ কাজ সম্পন্ন করা যেতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হিন্দু পঞ্চাঙ্গ মতে এখনও চলছে শ্রাবণ মাস, যদিও বঙ্গাব্দের হিসেবে ভাদ্র মাস পড়ে গিয়েছে। হিন্দু ধর্মপ্রাণ মানুষ এই শ্রাবণ মাসকে খুবই পবিত্র বলে মনে করেন। এই মাসে বহু শুভ অনুষ্ঠান পালন করা হয়। মহাদেব ও দেবী লক্ষ্মীর প্রিয় মাস হিসেবে পালিত হয়।
advertisement

২১ অগাস্ট শ্রাবণ মাসের সোমবার। এই বিশেষ দিনে কোন শুভ কাজ করা যেতে পারে, এইদিনে তিথি ও নক্ষত্রের প্রভাব কী, কোন দেবতার পুজো করলে সৌভাগ্য লাভ হবে, জেনে নেওয়া যাক বিস্তারিত।

আরও পড়ুন: আপনার বয়স অনুযায়ী LIC-র কোন স্কিম কিনবেন? তালিকা দেখে নিন এক নজরে!

২১ অগাস্ট সূর্যোদয় ঘটেছে ভোট ৫ টা ৪৭ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে। এটি শুক্লপক্ষ পঞ্চমী তিথি। এই পঞ্চমী তিথি চলবে রাত ৯ টা ৪৫ মিনিট পর্যন্ত।

advertisement

এই দিনের শাসক হলেন নাগরাজা। তাই এই দিনটিকে নাগপঞ্চমী হিসেবেই উদযাপন করা হয়। এই বিশেষ দিনে যে কোনও রকম শুভ কাজ সম্পন্ন করা যেতে পারে।

সোমবারের নক্ষত্র চিত্রা। এই বিশেষ নক্ষত্রের প্রভাবে কোনও মানুষ কোনও বিষয় শেখার আগ্রহ পেতে পারে। নতুন বন্ধুত্বও তৈরি হতে পারে। নতুন পোশাক পরার জন্যও ভাল দিন হিসেবে গ্রহণ করা হয়। পাশাপাশি বিবাহ এবং কৃষি বিষয়ক শুভ ঘটনার জন্যই বিশেষ উপযুক্ত দিন এটি।

advertisement

যে কোনও দিনের বিশেষ কোনও সময়কে খুবই শুভ বলে মনে করা হয়। একে বলা হয় অমৃতযোগ। সোমবার রাত ৮টা ৪৯ মিনিট থেকে রাত ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই অমৃতযোগ থাকবে। এই সময় যে কোনও কাজ বা সিদ্ধান্ত ফলপ্রসূ হবে।

আরও পড়ুন: আজ সোনা কিনবেন ভাবছেন ? তার আগে অবশ্যই জেনে নিন কত যাচ্ছে সোনা-রুপোর বাজারদর!

advertisement

আবার একই ভাবে কোনও দিনের খারাপ সময়ও থাকে। একে রাহুকাল বলে। সাধারণ তা দেড় ঘণ্টা স্থায়ী হয়। সোমবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত এই সময় বিস্তৃচ। মনে করা হয় এই সময় কোনও কাজ করলে তা বিফল হওয়ার আশঙ্কা। তাই এই সময় গুরুত্বপূর্ণ কাজ না করাই ভাল।

এই দিনে দুপুর ১২টা ২৮ থেকে দুপুর ১টা ১৮ মিনিট পর্যন্ত এবং বেলা ২টো ৫৯ মিনিট থেকে বিকেল ৩টে ৪৯ মিনিট পর্যন্ত সময়ও অশুভ। গুরুত্বপূর্ণ কাজ এই সময় না করাই ভাল।

advertisement

কোথাও ভ্রমণ করার থাকলে এড়িয়ে চলতে হবে সকাল ১০টা ৩৯ মিনিট থেকে দুপুর ১২টা ২১ মিনিট পর্যন্ত সময়কালও। এটিও শুভ মুহূর্ত নয়।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এদিন নাগ দেবতার পুজো করলে যে কোনও রকম গ্রহদোষ থেকে নিষ্কৃতি পাওয়া যেতে পারে।

Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Nag Panchami 2023: একেতো শ্রাবণ মাস তার উপর নাগপঞ্চমী, ২৪ বছর পরে অদ্ভূত সংযোগ, দেখে নিন আজকের শুভ সময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল