আপনার বয়স অনুযায়ী LIC-র কোন স্কিম কিনবেন? তালিকা দেখে নিন এক নজরে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
যে স্কিমেই বিনিয়োগ করা হোক না কেন, পোর্টফোলিও-তে যেন জীবন বিমা থাকে। এমনই পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
এই দুটি প্রশ্নের যদি কোনও উত্তর না থাকে, তাহলে জীবন বিমা পলিসি করতেই হবে। এটাই হল উত্তর। ভারতে জীবন বিমার কথা উঠলে একটি কোম্পানির নামই সবার আগে মাথায় আসে- এলআইসি। জীবন বিমার সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড। এর এত রকম স্কিম আছে যে সেরাটা বেছে নেওয়া কঠিন। এখানে কভারেজ পলিসির মেয়াদের ভিত্তিতে সেরা ৫টি এলআইসি পলিসির তালিকা দেওয়া হল।
advertisement
advertisement
advertisement
এলআইসি টেক টার্ম প্ল্যান: এলআইসি টেক টার্ম ‘অনলাইন টার্ম অ্যাসিউরেন্স পলিসি’। দুর্ভাগ্যজনক মৃত্যুতে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। কোনও রিটার্ন মেলে না। ১৮ থেকে ৬৫ বছর বয়সের যে কেউ এই পলিসি কিনতে পারেন। তবে ৩০ বছর বয়সেই এই প্ল্যান কেনার পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। সর্বনিম্ন সাম অ্যাসিওর্ডের পরিমাণ ৫০ লক্ষ। সর্বোচ্চ কোনও সীমা নেই।
advertisement
এলআইসি নিউ চিলড্রেন মানি ব্যাক পলিসি: শিশুর উচ্চশিক্ষা, বিবাহ এবং অন্যান্য প্রয়োজন মেটাতে এই পলিসি এনেছে এলআইসি। এতে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত লাইফ রিস্ক কভার এবং সারভাইভাল বেনিফিট পাওয়া যায়। ০ থেকে ১২ বছর বয়সী শিশুর নামে পলিসি কেনা যায়। পলিসির মেয়াদ ২৫ বছর। তাই সন্তানের ১ বছর বয়সের আগেই এই পলিসি কেনার পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। সর্বনিম্ন সাম অ্যাসিওর্ডের পরিমাণ ১ লাখ।
advertisement
advertisement
এলআইসি জীবন উমঙ্গ: এই পলিসিতেও সঞ্চয় এবং আর্থিক নিরাপত্তার সুবিধা মেলে। ১০০ বছরের লাইফ কভার দেওয়া হয়। ৩ মাস বয়সেই এই পলিসি কেনা যায়। যেহেতু ১০০ বছরের লাইফ কভার এবং সঞ্চয় সুবিধা রয়েছে তাই ১ বছর বয়সের মধ্যেই এই পলিসি কেনার পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। পলিসির বিপরীতে লোন পাওয়া যায়। ট্যাক্স ছাড়ের সুবিধাও মেলে।