TRENDING:

Singh Sankranti 2023: রাশি পরিবর্তন করছেন সূর্যদেব, সিংহ সংক্রান্তিতে উজ্জ্বল হতে চলেছে এই দুই রাশির ভাগ্য!

Last Updated:

জেনে নেওয়া যাক কোন দুই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বদলে যেতে চলেছে সিংহ সংক্রান্তির পুণ্য প্রভাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রত্যেকটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিজেদের অবস্থান পরিবর্তন করেন। সেই হিসেবে প্রতি মাসে কোনও না কোনও গ্রহ বা নক্ষত্র তাঁদের রাশি পরিবর্তন করেন। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সূর্যের অবস্থান পরিবর্তনকে সংক্রান্তি বলা হয়। সূর্য যে রাশিতে প্রবেশ করেন, তার নামের সঙ্গে সংক্রান্তি যোগ করে ওই বিশেষ দিনটির নামকরণ করা হয়।
রাশি পরিবর্তন করছেন সূর্যদেব, সিংহ সংক্রান্তিতে উজ্জ্বল হতে চলেছে এই দুই রাশির ভাগ্য!
রাশি পরিবর্তন করছেন সূর্যদেব, সিংহ সংক্রান্তিতে উজ্জ্বল হতে চলেছে এই দুই রাশির ভাগ্য!
advertisement

সূর্যের এই অবস্থান পরিবর্তনের প্রভাব অনেক রাশির উপরই দেখা যায়। কিছু রাশির জাতক-জাতিকারা এক্ষেত্রে সুফল পান, আবার কারও কারও ক্ষেত্রে সূর্যের অবস্থান পরিবর্তনে অশুভ ফল লাভ হয়। সাধারণত সূর্য সংক্রান্তির দিন ভক্তরা ব্রাহ্ম মুহুর্তে উঠে সূর্যকে তামার পাত্র দ্বারা অর্ঘ্য নিবেদন করেন এবং লাল ফুল, লাল কাপড়, গম ইত্যাদি দান করেন। মনে করা হয়, এতে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তদের ওপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন।

advertisement

আরও পড়ুন- একাধিক কলেজে পড়ুয়ার সংখ্যা তলানিতে, পরবর্তী পদক্ষেপ কী? অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসবে কলকাতা বিশ্ববিদ্যালয়

সূর্যদেব বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছেন। আগামী ১৭ অগাস্ট, ২০২৩ তারিখে সূর্য তাঁর নিজের রাশি সিংহ রাশিতে প্রবেশ করবেন। সূর্য প্রতি বছর একবার করে সিংহ রাশিতে প্রবেশ করেন। সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে কিছু কিছু রাশির জাতক-জাতিকারা সম্পদের অধিকারী হবেন এবং সমাজে সম্মান বৃদ্ধি পাবে। উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলানিবাসী বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত অরুণেশ মিশ্র জানিয়েছেন যে বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, প্রতি মাসে সংক্রান্তির দিনে ভগবান সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে পাড়ি দেন। এই বছরে সূর্য কর্কট থেকে স্থানান্তরিত হয়ে ১৭ অগাস্ট, ২০২৩ তারিখে দুপুর ১টা বেজে ৪৪ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবেন। ওই দিন সিংহ সংক্রান্তি উদযাপিত হবে।

advertisement

আরও পড়ুন- উত্তরোত্তর বাড়ছে ‘আই ফ্লু’-র সংক্রমণ; কী কী সতর্কতা অবলম্বন করা আবশ্যক?

তিনি আরও জানিয়েছেন যে, সিংহ সংক্রান্তির পুণ্যকাল প্রায় ৭ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হবে, যা ১৭ অগাস্ট সকাল ৬টা বেজে ৪৪ মিনিট থেকে শুরু হবে এবং দুপুর ১টা বেজে ৪৪ মিনিটে শেষ হবে, অন্য দিকে সিংহ সংক্রান্তির মহাপুণ্যকাল প্রায় ২ ঘণ্টা ১১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এর সূচনা হবে সকাল ১১টা বেজে ৩৩ মিনিট থেকে দুপুর ১টা বেজে ৪৪ মিনিট পর্যন্ত। ধর্মীয় বিশ্বাস মতে, এই সময় নিয়ম-কানুন মেনে পূজা করলে সূর্যদেব প্রসন্ন হন এবং ব্যক্তির ভাগ্যে সূর্যদেবের অবস্থান শক্তিশালী হয়, যার কারণে রাজ যোগের সম্ভাবনা বৃদ্ধি পায়।

advertisement

এবারে জেনে নেওয়া যাক কোন দুই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বদলে যেতে চলেছে এই সিংহ সংক্রান্তির পূণ্য প্রভাবে।

সিংহ রাশি: সিংহ সংক্রান্তির দিন ভগবান সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবেন। এতে এই রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন। এর পাশাপাশি সিংহ রাশির জাতক-জাতিকারা তাঁদের কর্মক্ষেত্রে আরও কঠোর পরিশ্রম করবেন, যার ফলে তাঁদের পদোন্নতি হবে। এই সময়ে অন্যদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাঁরা মানুষের মনও জয় করবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মিথুন রাশি: সিংহ সংক্রান্তিতে মিথুন রাশির তৃতীয় ঘরে সূর্য অবস্থান করবেন। এমতাবস্থায় মিথুন রাশির জাতক-জাতিকারা বিশেষ লাভবান হবেন এবং চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা পদোন্নতি ও প্রশংসা পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার এবং বন্ধুদের সঙ্গে কোথাও আনন্দময় ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Singh Sankranti 2023: রাশি পরিবর্তন করছেন সূর্যদেব, সিংহ সংক্রান্তিতে উজ্জ্বল হতে চলেছে এই দুই রাশির ভাগ্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল