TRENDING:

ধর্ম, অর্থ না কাম? ত্রিবর্গের কোনটি শক্তিশালী হবে পুজোর মাসে ত্রিগ্রহী গোচরে

Last Updated:

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, এ সময় শুক্র সিংহ রাশি থেকে বিদায় নেবে। ওই দিন রাত ৯ টা বেজে ২৪ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দাম্পত্য সুখ, ভোগ এবং বিলাসের অধিপতি শুক্র গ্রহ। সেই গ্রহই ২৪ সেপ্টেম্বর থেকে রাশি পরিবর্তন করতে চলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, এ সময় শুক্র সিংহ রাশি থেকে বিদায় নেবে। ওই দিন রাত ৯ টা বেজে ২৪ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র।
ধর্ম, অর্থ না কাম? ত্রিবর্গের কোনটি শক্তিশালী হবে পুজোর মাসে ত্রিগ্রহী গোচরে
ধর্ম, অর্থ না কাম? ত্রিবর্গের কোনটি শক্তিশালী হবে পুজোর মাসে ত্রিগ্রহী গোচরে
advertisement

বুধ এবং সূর্য ইতিমধ্যেই কন্যা রাশিতে বসে রয়েছে। এর ফলে, বুধ ও সূর্যের মিলনে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। সেই সঙ্গে শুক্রের আগমনের কারণে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। শুক্রের এই স্থানান্তরটি অনেক রাশির জাতক-জাতিকার জীবনে ভাল প্রভাব ফেলতে চলেছে। একই সময়ে, অনেক রাশির জন্য এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক-জাতিকাকে ধনী করে তুলবে শুক্র গ্রহের এই স্থানান্তর—

advertisement

আরও পড়ুন- মহালয়ার আগেই খুলছে ভাগ্য! পুজো কী নিয়ে আসছে- টাকা না প্রেম?

বৃষ

শুক্র স্বয়ং বৃষ রাশির অধিপতি। এই পরিস্থিতিতে শুক্রের রাশি পরিবর্তন করা এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফলদায়ক হবে। এই রাশির জাতক-জাতিকার পরিবারে সকল সদস্যের মধ্যে ভালোবাসা বাড়বে। সেই সঙ্গে সমাজে সম্মানও বাড়বে। ব্যবসা ও চাকরিতে বহুগুণ বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিবাহিত জীবনেও শুভ প্রভাব পড়বে।

advertisement

কর্কট

কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্রের অবস্থান বদল ফলদায়ক প্রমাণিত হবে। এই রাশির জাতকরা ঋণ থেকে মুক্তি পাবেন এবং আর্থিক অবস্থা মজবুত হবে। কর্মক্ষেত্রে জাতক-জাতিকার কাজের প্রশংসা করা হবে। এমন পরিস্থিতিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ছোটখাটো ভ্রমণের যোগও রয়েছে।

আরও পড়ুন- ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝে আটকে জীবন, ২৫ সেকেন্ডের রুদ্ধশ্বাস ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া!

advertisement

সিংহ

শুক্রের গমন সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্যও সৌভাগ্য নিয়ে আসতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এখন শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতক-জাতিকা যদি সম্পত্তিতে বিনিয়োগ করতে চান তবে এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। সুবিধা হলেই লাভ হবে।

বৃশ্চিক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুক্র দশম ঘরে এই রাশিতেই গমন করছে। এমন পরিস্থিতিতে এই রাশির জাতক-জাতিকারা সুখ পেতে পারেন। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাঁরা সফলতা পাবেন। ব্যবসায় লাভের সম্ভাবনাও রয়েছে। জাতক-জাতিকা যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান তবে এটি ভাল সুযোগ নিয়ে আসতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
ধর্ম, অর্থ না কাম? ত্রিবর্গের কোনটি শক্তিশালী হবে পুজোর মাসে ত্রিগ্রহী গোচরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল