TRENDING:

Shani Dev: প্রসন্ন করুন শনিদেবকে, জন্ম কুন্ডলীতে রাজযোগ তৈরি করতে আজই এই মন্ত্রটি জপ করা শুরু করুন

Last Updated:

Shani Ke Upay: প্রসিদ্ধ জ্যোতিষী মোহর সিং লালপুরিয়ার মতে, মহারাজ দশরথ রচিত শনি স্তোত্র পাঠ করলে শনির সমস্ত অশুভ প্রভাব দূর হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ভগবান শনিদেবের জন্ম হয়। সেকারণে একে শনি জয়ন্তী হিসেবেও পালন করা হয়। এই দিনে ভক্তরা শনিদেবকে প্রসন্ন করতে পারলে জীবনের সমস্ত সমস্যা থেকে তাঁদের মুক্তি লাভ সম্ভব। এই দিনে ভক্তি মতে শনিদেবের আরাধনা করলে ভক্তরা তাৎক্ষণিক ফল পেতে পারেন। এর পাশাপাশি শনির সাড়ে সাতি বা ঢাইয়ার মতো মহাদশার প্রভাব থেকেও ভক্তরা মুক্তি পাবেন।
প্রসন্ন করুন শনিদেবকে, জন্ম কুন্ডলীতে রাজযোগ তৈরি করতে আজই এই মন্ত্রটি জপ করা শুরু করুন
প্রসন্ন করুন শনিদেবকে, জন্ম কুন্ডলীতে রাজযোগ তৈরি করতে আজই এই মন্ত্রটি জপ করা শুরু করুন
advertisement

সাধারণত জ্যোতিষীরা মনে করেন শনিদেব যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে প্রতিকূল স্থানে অবস্থান করেন বা তিনি যদি অশুভ প্রভাব দেন তবে জ্যোতিষশাস্ত্রের ব্যবস্থা দ্বারা এর প্রতিকার করে ভাগ্যকে অনুকূল পথে চালিত করা সম্ভব।

আরও পড়ুন- দেশের কোন রেল স্টেশনে সর্বাধিক সংখ্যক প্ল্যাটফর্ম রয়েছে? জানেন কি?

আজ আমরা এমনই এক প্রতিকার মূলক সমাধান সম্পর্কে জেনে নেব ৷

advertisement

প্রসিদ্ধ জ্যোতিষী মোহর সিং লালপুরিয়ার মতে, মহারাজ দশরথ রচিত শনি স্তোত্র পাঠ করলে শনির সমস্ত অশুভ প্রভাব দূর হয়। এই শনি স্তোত্র পাঠ করলে ভক্তদের জীবনে সৌভাগ্যের উদয় হবে এবং তাঁরা জীবনে সাফল্য পেতে শুরু করবেন।

আরও পড়ুন– বুক করতে পারেন ট্রেনের একটা কোচ, এমনকী গোটা একটা ট্রেনই! ভারতীয় রেলের এই নিয়ম জানা আছে তো?

advertisement

দশরথ উবাচঃ

প্রসন্নে যদি মে সৌরে। একচ্ছস্তু বরঃ পরঃ।।

রোহিণী ভেদয়িত্বা তু ন গন্তব্য কদাচন। সরিতঃ সাগরা যাবদ্যবচ্চন্দ্রার্কমেদিনী।।

যাচিতং তু মহাসৌরে! নন্যমিচ্ছাহ্যমং। এবমস্তুশনিপ্রোক্তম বরলব্ধা তু শাশ্বতম্।।

প্রাপ্যেব্যং তু বরং রাজা কৃতকৃত্যোভবত্তদা। পুনরেবাব্রবীত্তুষ্টো বরং বরম সুব্রত।।

দশরথকৃত শনি স্তোত্রঃ

নমঃ কৃষ্ণায় নীলায় শিতিকণ্ঠনিভায় চ। নমঃ কালাগ্নিরূপায় কৃতান্তায় চ বৈ নমঃ।।

advertisement

নমো নির্মাংস দেহায় দীর্ঘশ্মশ্রুজটায় চ। নমো বিশালনেত্রায় শুষ্কোদর ভয়াকৃতে।।

নমঃ পুষ্কলগাত্রায় স্থূলরোমনেথ বৈ নমঃ। নমো দীর্ঘায় শুষ্কায় কালদ্রংষ্ট নমোস্তুতে।।

নমস্তে কোটরাক্ষায় দুর্নীরিক্ষ্যায় বৈ নমঃ। নমো ঘোরায় রৌদ্রায় ভীষণায় কপালিনে।।

নমস্তে সর্বভক্ষায় বলীমুখ নমোস্তুতে। সূর্যপুত্র নমোস্তেস্তু ভাস্করেভ্যদায় চ।।

অধোর্দৃষ্টেঃ নমোস্তুতে সংবর্তক নমোস্তুতে। নমো মন্দগতে তুভ্যং নিস্ত্রিংশায় নমোস্তুতে।।

advertisement

তপসা দগ্ধদেহায় নিত্যং যোগরতায় চ। নমো নিত্যম ক্ষুধার্তায় অতৃপ্তায় চ বৈ নমঃ।।

জ্ঞানচক্ষুর্ণমস্তেস্তু কশ্যপাত্মজ সুনবে। তুষ্টো দদাসি বৈ রাজ্যম রুষ্টো হরসি তৎক্ষণাৎ।।

দেবাসুরমনুষ্যশ্চ সিদ্ধবিদ্যাধররগাঃ। ত্বয়া বিলোকিতাঃ সর্বে নাশ্যন্তি সমূলেন।।

প্রসাদ কুরু মে সৌরে বরদো ভব ভাস্করে। এবম স্তুতস্তদা সৌরির্গ্রহরাজো মহাবলঃ।।

দশরথ উবাচঃ

প্রসন্নৌ যদি মে সৌরে বরং দেহি মমেপ্সিতম। অদ্য প্রভৃতি-পিঙ্গাক্ষঃ পীড়া দেয়া ন কস্যচিত।।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

(Disclaimer:প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Shani Dev: প্রসন্ন করুন শনিদেবকে, জন্ম কুন্ডলীতে রাজযোগ তৈরি করতে আজই এই মন্ত্রটি জপ করা শুরু করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল