শনি গ্রহকে নবগ্রহের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়, যিনি কর্ম, দুঃখ, রোগ, সংগ্রাম, চাকরি ও প্রযুক্তির দাতা। যারা সৎ কর্ম করে, তাদের উপর শনি দেবের বিশেষ কৃপা হয়। পাশাপাশি, জীবনে সাফল্যের সম্ভাবনাও বেড়ে যায়।
আরও পড়ুন: রাতে ঘুমোনোর আগে ভুলেও করবেন না এই ৬ কাজ! ঘুম তো উবে যাবেই, ১২টা বাজবে জীবনেরও…
advertisement
এছাড়াও, এমন ব্যক্তিরা সাধারণত কোনো গুরুতর রোগে আক্রান্ত হন না। তবে, সৎ কর্মের পাশাপাশি কুণ্ডলীতে শনি গ্রহের শক্তিশালী অবস্থানও অত্যন্ত জরুরি। যদি শনির অবস্থান দুর্বল ও ভুল স্থানে থাকে, তবে সেই ব্যক্তি আজীবন সংগ্রাম করেই যান।
অজা একাদশীর একদিন আগে অর্থাৎ ১৮ আগস্ট ২০২৫, সকাল ১০টা ৫০ মিনিটে শনি দেব মীন রাশিতে অবস্থান করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পদে গোচর করেছেন। ৩ অক্টোবর রাত ৯টা ৪৯ মিনিট পর্যন্ত শনি দেব এই পদ, নক্ষত্র ও রাশিতে অবস্থান করবেন। চলুন দেখে নেওয়া যাক, শনির বিশেষ কৃপায় আগামী দিনে কোন তিনটি রাশি তাদের পরিশ্রমের পূর্ণ ফল পেতে চলেছে।
তুলা রাশি – শনির এই গোচর তুলা রাশির জাতকদের জন্য খুশির বার্তা নিয়ে এসেছে। পারিবারিক জীবনে আসন্ন কোনো সংকট শনির কৃপায় এড়ানো গিয়েছে। চাকরিজীবী জাতকরা যদি মন দিয়ে অফিসে কাজ করেন, তাহলে তাদের পরিশ্রমের ফল তারা অবশ্যই পাবেন। পাশাপাশি, বসের প্রশংসাও শুনতে পারেন। বয়স্ক ব্যক্তিরা কোনো পুরনো বন্ধুর সঙ্গে সময় কাটিয়ে মানসিক শান্তি অনুভব করবেন। ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ থেকে বড় মুনাফার সম্ভাবনা রয়েছে।
মকর রাশি – শনির প্রিয় রাশি মকর জাতকদের জন্য এই গোচর নানা দিক থেকে বিশেষ হতে চলেছে, কারণ এই পরিবর্তনের সবচেয়ে বেশি উপকার তারা পাবেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। চাকরিজীবীরা যদি অফিসে তাদের প্রতিপক্ষদের থেকে সতর্ক থাকেন, তাহলে সময়মতো লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন। যদি ভাইদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ চলছিল, তবে সেটি মিটে যাবে।
কুম্ভ রাশি – কুম্ভ রাশির জন্য এই গোচর যথেষ্ট অনুকূল হতে চলেছে। ব্যবসায়ীরা তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর উপর জয় লাভ করবেন, যার ফলে তারা বিশেষ খুশি হবেন। বাড়ির কোনো অনুষ্ঠানে অবিবাহিতদের জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা সময়ের আগেই লক্ষ্যমাত্রা পূরণ করবেন, এরপর বসের সঙ্গে বেতন বৃদ্ধির বিষয়ে কথা বলাটা শুভ হবে। স্বাস্থ্য দিক থেকেও এই সময় কুম্ভ রাশির জাতকদের অনুকূলে থাকবে।
অযোধ্যার জ্যোতিষ কল্কী রাম বলেছেন, “এই বছরের শনি গোচর তুলা মকর ও কুম্ভ রাশির জন্য এক সুবর্ণ সুযোগ হতে চলেছে, এই সময় সৎ কর্মে মন দিলে শনির পূর্ণ আশীর্বাদ লাভ করা সম্ভব।”
ডিসক্লেইমার – উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷