TRENDING:

Shani Gochar: শনির গোচরের ব্যাপক প্রভাব; ভাগ্য খুলতে চলেছে এই সব রাশির, জেনে নিয়ে সুযোগের সদ্ব্যবহার বাঞ্ছনীয়!

Last Updated:

Shani Gochar 2023: ২০২৩ সালের ১৭ জানুয়ারি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ১৭ জানুয়ারি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি। আর কুম্ভ রাশিতে শনির গোচরের ফলে কয়েকটি রাশির জন্য তা অত্যন্ত ফলদায়ী হয়ে উঠবে। তাই দেখে নেওয়া যাক, সেই বিষয়টাই।
advertisement

বৈদিক জ্যোতিষ শাস্ত্রে কথিত রয়েছে যে, রাশি পরিবর্তন করে সব ক’টি গ্রহই। তবে এদের মধ্যে শনির রাশি পরিবর্তনকে বিশেষ ভাবে গণ্য করা হয়। আসলে শনিকে সব থেকে ধীর গতিতে চলনশীল গ্রহ বলে মনে করা হয়। ফলে এই গ্রহ একটি রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় আড়াই বছর সময় লেগে যায়। আর শনি গ্রহের ধীর গতির কারণে এর রাশি পরিবর্তনের শুভ এবং অশুভ প্রভাব জাতক-জাতিকাদের উপর অনেকটা সময় ধরে বজায় থাকে। যখন কোনও জাতক-জাতিকার উপর শনির অশুভ প্রভাব পড়ে, তখন তাঁর জীবনে নানা সমস্যা নেমে আসে। শনির মহাদশা সাড়েসাতি এবং ঢাইয়া জাতক-জাতিকাদের জন্য অশুভ প্রভাব বয়ে আনে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যে-সব জাতকের উপর শনির মহাদশার প্রভাব থাকে, তাঁরা জীবনে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হয়ে থাকেন।

advertisement

আরও পড়ুন- চলতি সপ্তাহে এই সব রাশির প্রেম জীবনে নেমে আসবে নানা সমস্যা! এমনকী সম্পর্কও ভেঙে যেতে পারে

কুম্ভ রাশিতে শনি গোচর ২০২৩:

জ্যোতিষ গণনা অনুসারে, চলতি বছরের ১৩ জুলাই থেকেই উল্টো অবস্থায় চলছেন। আর আগামী ২৩ অক্টোবর তা মার্গী হবে। এর পর আগামী বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত মকর রাশিতে মার্গী থাকবেন শনি। আর সোজাসুজি অবস্থাতেই চলবেন। ১৭ জানুয়ারিতেই তিনি মকর রাশি থেকে বেরিয়ে বক্রী অবস্থান নিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন।

advertisement

কুম্ভ রাশিতে শনির গোচরের ফলে মোট তিনটি রাশির জাতক-জাতিকারা সাড়েসাতি এবং ঢাইয়া থেকে মুক্তি পাবেন। যখন শনির মহাদশা থেকে মুক্তি মেলে, তখন সমস্ত রাশির জাতক-জাতিকার জীবনে ভাল সময় আসে। ধন-সম্পদের পাশাপাশি বিভিন্ন ভাবে সাফল্যের স্বাদও পাওয়া যায়।

আরও পড়ুন- তিন ঘণ্টা ধরে শপিং মলে কী এমন কিনলেন স্ত্রী? স্বামী তো হতবাক! জানলে হাসতে হাসতে আপনার পেটে খিল ধরে যাবে

advertisement

আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে শনি গোচরের ফলে এই সব রাশির জাতক-জাতিকারা সাড়েসাতি এবং ঢাইয়া থেকে পাবেন মুক্তি:

আগামী বছরের ১৭ জানুয়ারি যখন শনি রাশি পরিবর্তন করবে, তখন তুলা এবং মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর থেকে শনির ঢাইয়া প্রভাব কেটে যাবে। এর পাশাপাশি ধনু রাশির উপর আগের প্রায় সাড়ে সাত বছর ধরে চলা সাড়েসাতির প্রভাবও শেষ হতে চলেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই তিন রাশির উপর থেকে শনির প্রভাব কেটে গেলে এঁদের জীবনে ভাল সময় শুরু হয়ে যাবে। এমনকী এঁদের আটকে থাকা কাজও মসৃণ ভাবেই সম্পন্ন হবে। এ-ছাড়া নানা কাজের অফারও আসতে পারে। শনির প্রভাব শেষ হলে তুলা, মিথুন এবং ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে ধন-দৌলত, সুখ-সম্পদ এবং মান-সম্মানও বৃদ্ধি হবে। আর সেই সঙ্গে স্বাস্থ্যও ভাল থাকবে।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Shani Gochar: শনির গোচরের ব্যাপক প্রভাব; ভাগ্য খুলতে চলেছে এই সব রাশির, জেনে নিয়ে সুযোগের সদ্ব্যবহার বাঞ্ছনীয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল